আমাদের কথা খুঁজে নিন

   

গারোদের আচিক ভাষা-১ম র্পব- Achick Language

ভাল লাগে মানুষকে সৃস্টিকে প্রকৃতিকে মাতৃভাষার সচেতন মাসের শেষ দিনে নিজের মাতৃভাষার প্রতি কেমন যেন টান/তাড়না অনুভব করছি । তার মধ্যে একটি পত্রিকাতে “আদিবাসী ভাষামেলা” র্শীষক খোলাকলম লেখা পড়ে হৃদয়ে ছেদ করে একটা কি যেন অনুভব করলাম । সেখানে গারো ছড়া লেখা দেখে একটু বেদনার অনুভুতি টের পেলাম । কারন আমরা কি কখনোও বাঙালী ছড়া বলি? আসলে প্রকৃত অর্থে সেটা হবে আচিক ছড়া । বাঙালী জাতির যেমন ভাষা তেমনি গারো আদিবাসিদের ভাষার নাম আচিক ।

গারো আদিবাসিরা আচিক ভাষায় কথা বলে তবে অঞ্চল ও গোত্র ভেদে অন্য ভাষা যেমন- আতং, আবেং, নিগাম, দোয়াল বা কচ্চু ভাষা দিয়েও মনের ভাব আদান প্রদান করে ও কথা বলে । আবেং আঞ্চলিক ভাষা প্রায় আচিক ভাষার মত এবং এটি কমন ভাষা হিসাবে ব্যবহৃত হয় । বাংলাদেশের গারো স¤প্রদায় ভুক্তরা আবেং ভাষাকে কম বেশী সবাই জানে ও বলতে পারে কমবেশী সবাই । মনের ভেতর থেকে তাড়না জাগ্রত হচ্ছে অন্য বন্ধু ও প্রতিবেশীদের যাদের আগ্রহ আছে আমাদের প্রানপ্রিয় ভাষাকে শেখার তাই এ ক্ষুদ্র প্রয়াস । প্রতিদিন বা সপ্তাহে দু একদিন ব্লগে ৫ থেকে ১০টি শব্দ এবং বাক্য শেখানোর ইচ্ছা থেকেই এমন উদ্যেগ ।

কারো কাজে লাগতে পারে আবার নাও লাগতে পারে বা কারো কোন কাজে লাগবেনা । কিন্তু জেনে রাখা দোষের কিছু না । যে কোন সময়ে, যে কোন ক্ষনে বা কোন এক মুহুর্তে একটি শব্দ বা বাক্য উচ্চারন করে তা দিয়ে কোন বিশেষ ব্যক্তিকে বা গোষ্ঠীকে আবেগ ভরে মন ছোঁয়ে দেয়ার সুযোগ আসতে পারে । যাদের ইচ্ছা তাদের জন্য নীচের কিছু শব্দ আচিক বা আবেং ভাষারঃ বাংলায় আচিক/আবেং ১. আমি = আংআ/আঙা ২. তুমি/আপনি = নাআ ৩. সে = বিআ ৪. আমরা = আনচিং ৫. তারা/তোমরা = বিসং/নাসং ৬. সুন্দর = নিথুয়া ৭. ভাল = নাম্মা/নাম্মি ৮. আছে/আছি = দংআ ৯. যাওয়া = রিআ ১০. দেখা/দেখো/দেখতে = নিয়া/নিবো বাক্যঃ আমি দেখতে সুন্দর = আংআ/আঙা নিনা নিথুয়া আমি ভাল আছি = আংআ/আঙা নাম্মি দংআ । ।

সবার জন্য শুভ কামনা থাকল । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।