আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের ক্রমাগত আগ্রাসনে ভারত সরকার উদ্বিগ্ন..!

বাংলাদেশের ক্রমাগত আগ্রাসনে ভারত সরকার উদ্বিগ্ন। কারণ,ভারতে বাংলাদেশের টিভি চ্যানেলগুলোর একচ্ছত্র আধিপত্য চলছে । সন্ধ্যা হলেই "গুলশান এভিনিউ","নন্দিনী" সিরিয়াল দেখার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়ে। "লাক্স-চ্যানেল আই সুপারস্টার","তোমাকেই খুঁজছে বাংলাদেশ" সেখানকার অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো। শুধু তাই নয়,"গ্র্যাজুয়েট" নাটকে জাহিদ হাসানের স্টাইলে কথা বলা সেখানে ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে।

পুরো ভারতজুড়ে শাকিব খান,তামিম,সাকিবদের বিলবোর্ড শোভা পাচ্ছে। এদিকে সীমান্তে বিজিবি পাখির মত ভারতীয়দেরকে গুলি করে মেরে ফেলছে। এব্যাপারে বিজিবি মহাপরিচালক বলেছেন,"সীমান্তে গুলি চলবে"। "শুধু তাই নয় টিঁপাইমুখ বাঁধ দিয়ে পানি আটকে রাখার প্রতিশোধ হিসেবে বাংলাদেশ বঙ্গোপসাগরের পানি "পুশ-ব্যাক" করে ভারতের নদ-নদীর পানি লবণাক্ত করে দিয়েছে। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে মমতা দিদি বলছেন,তিনি বাংলাদেশকে পর্যাপ্ত পরিমাণে "মমতা" দিবে্ন.।

:p ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.