আমাদের কথা খুঁজে নিন

   

কর্নাটকে জয়ের পথে কংগ্রেস

ফলাফলে দেখা যাচ্ছে রাজ্যসভায় ২২৪টি আসনে সংখ্যাগরিষ্ঠ আসনের ফলাফল এখনো ঘোষণা করা না হলেও ১শ’টি আসনে কংগ্রেসে এগিয়ে রয়েছে।
কর্নাটকে ৩শ’ কোটি ডলারের লৌহখনি কেলেঙ্কারি নিয়ে বিজেপির ভাবমূর্তিতে ধস নামে। অপরদিকে ২০১৪ সালে অনুষ্ঠিতব্য দেশটিতে লোকসভা নির্বাচনের আগ মুহূর্তে কংগ্রেসের এই জয় দলটিকে নৈতিকভাবে অনেকটাই এগিয়ে রাখবে।
যদিও ভারতে ক্ষমতাসীন কংগ্রেসকেও বেশ কিছু দুর্নীতি কেলেঙ্কারির জের পোহাতে হচ্ছে। কর্নাটকের নির্বাচনে সর্বশেষ ফলাফলে দেখা যাচ্ছে, ক্ষমতাসীন বিজেপি ৬টি আসনে জয় পেয়েছে এবং এগিয়ে আছে ৩৪টি আসনে।
ইতোমধ্যে কংগ্রেস জয় লাভ করেছে ২৬টি আসনে এবং এগিয়ে রয়েছে আরো ৯১ আসনে। জনতা দল পেয়েছে ৫টি আসন এবং এগিয়ে রয়েছে ৩৭টি আসনে। সমাজবাদী পার্টি একটি আসনে এগিয়ে রয়েছে।
আর স্বতন্ত্রভাবে ৭ জন জয়ী এবং অন্য ১৫টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা এগিয়ে রয়েছে।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।