আমাদের কথা খুঁজে নিন

   

বায়ান্নের চিঠি---------

চিঠি আমার ছেলের চিঠি আসেনি, পিয়ন সাব ? সেই এক সুর-- এক জিজ্গাসা আজ ষাট বছর। পরিবর্তন হয়েছে অনেক কিছুরই। কিন্তু এ জিজ্গাসার পরিবর্তন হয়নি, জবাব ও মিলেনি । পাগল লোকটা। নইলে সূর্যোদয় থেকে সূর্যাস্ত চিঠির আসায় ডাকঘড়ের সামনে বসে থাকে ? ছেলে---- একমাত্র ছেলে বলেছিল ঢাকা পৌঁছেই চিঠি দেবে।

বায়ান্ন সালের ফেব্রুয়ারীর মাঝামাঝি সময়টা। কন্তু এ পাগলা বুড়ো এখনও চিঠি পাইনি। ছেলে আবশ্য চিঠি লিখেছিল। রাজধানীর রাজপথে রক্তের আক্ষরে তারহৃদয়ের কথাকে লিখে দিয়েছিল। এখনও পলাশ তার সাক্ষী হয়ে ফোটে।

কন্তু বুড়োর এ পতিক্ষা শেষ হবে কবে? তার প্রশ্নের জবাব মিলবে কবে ??? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।