আমাদের কথা খুঁজে নিন

   

ভালবাসা বুনো মেঘ

ভালবাসা তুমি বুনো মেঘ হয়ে উড়ো কত সহস্র দূরত্ব যায় ঘুঁচে বিস্তর প্রান্তর সবুজের- ভিজে তোমার ধারায় , ভালবাসা তুমি হলকা বাতাসে ঢেউ তুলো গাঙের জলে । ভালবাসা তুমি বুনো ঘাসফুল হয়ে ফুঁটো কি অস্পৃষ্শ্য সে ছোঁয়া , নির্মল রূপ অবিরাম নির্লিপ্ত চাহনি- সেখানে খুঁজি , কঁচু পাতার অন্তরে এক ফোঁটা বৃষ্টির জল । কোমল রং দেয়ালে - পর্দায় , বাইরে আকাশ সেখানে ভালবাসা একদল জংলী মেঘ । কৈশরে কোন কিশোরীর পিছু নিয়ে অচেনা পথ সঙ্গী ভাঙা সাইকেল -নীল পঙ্খীরাজ । ভালবাসা তুমি কুহকিনী তবুও নীল জল ঘোলাটে মেঘ তবু তুমি উড়ো উড়ো বুনো মেঘ একটা অচেনা পথ , রাত্রিবেলা - সব আলো যায় নিভে । এ তল্লায় কোন বিদ্যাসাগর নেই শুধু একদল বুনো মেঘ মেঘ হয়েই রয় , বৃষ্টি ঝরাবে না কোনদিন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.