আমাদের কথা খুঁজে নিন

   

সুংস্কৃতিমনা, শিল্পী ,কবি, মিউজিশিয়ান ও সাহিত্যিকদের দৃষ্টি আকর্ষন করছি ।

নির্ঘুম আর ঘুম ! অনিয়মে নিয়মিত এলোমেলো , স্বপ্ন যেন যন্ত্রনা ! স্থিরতা আর অস্থিরতা কুড়ে কুড়ে খাচ্ছে স্বকীয়তা ! লোভের ভয়াবয়তা গ্রাস করেছে সভ্যের যত সভ্যতা । সভ্যতার আলোয় ,আলকিত হতে গিয়ে, ছিটকে পড়া অশ্লীল অন্ধকার । জন্ম দিচ্ছে ,লজ্জার ! ! ! । তবুও লজ্জা নেই, আমরা ভুলে গেছি দায়িত্ববোধ ! বিবেকটাকে ঘুম পাড়িয়ে, নির্দ্ধিধায় মগ্ন হচ্ছি নগ্নতায় । ভুলে গেছি ভাষা শহীদের রক্তমাখা ইতিহাস ।

হিন্দি নাটক ,গান আর পোশাকে, প্রকাশিত আজ আধুনিকতা ! ! এ এক বিস্ময় ! এ কোন জাতি আমরা ? বিশ্ব যখন আমাদের দিকে তাকায়। আর আমরা তখন, ভুলে যাই আমাদের ইতিহাস ! বেমালুম মেতে রই অন্য ভাষার বিলাসিতায় । হায় বাংলাদেশী ! হায় বাংলা ভাষা ! আর কিছু মুর্খ্য তো জানেই না ২১ কি ! লজ্জা ! লজ্জা লজ্জা ! যাই হোক এখন আমরা যা করতে পারি সেই গুলো যেন সবাই ঠিক মতো করতে পারি এবং করি এই অনুরোধ সবাইকে । মুলকথায় আসি ইতিহাস সাক্ষী দেয় একটা সময় " অন্যায় অত্যাচার এর বিরুদ্ধে সাহিত্যের সঙ্গে যারা জড়িত ছিল তারা সবাই স্ব স্ব জায়গা থেকে প্রতিবাদ করেছিল " এমনকি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে গানে গানে উৎসাহ যুগিয়েছে শিল্পীরা " কিন্তু আজ সেই শিল্পী সমাজের অনেকেই নিরব দর্শক এর ভূমিকায় রয়েছেন । চোখের সামনে এত অন্যায় অবিচার দেখেও ! কবির কলমে এখন খুবই কম দেশ ও দশের কথা উঠে আসছে ।

সবাই কেমন যেন আত্তমগ্ন । নিজেকে নিয়ে খুব ব্যাস্ত ! ! অথচ আমাদের (শিল্প ও সংগীতে যারা জড়িত )আবেগ অনুভুতি নাকি অন্যের চেয়ে অনেকবেশী ! ! ! শিল্পীর কোন দেশ নেই ভাষা নেই এই সব সস্তা চিন্তায় আর কত দিন বন্দী থাকবেন আপনারা ? ২০০১ সালের এক পত্রিকায় পড়েছিলাম আমার প্রিয় গায়ক জেমস এবং যার গান শুনে গীটারে প্রতি ভালবাসা জন্মায় । তিনি বলেছিলেন তার কাজ শুধু "বিনোদন দেয়া "আমি সহমত প্রকাশ করছি তার সঙ্গে । কিন্তু এইটাও বলতে চাই যখন সব সহ্যের সীমা ছাড়িয়ে যায়! জাতি যখন অসহায় হয়ে পড়ছে ! তখন আপনাদের মত মানুষদের উপর আমরা মুখ তুলে তাকাই । এই দেশের মানুষ আপনাদের ভালোবাসে এই দেশের মানুষের মনের কথা গুলো গানে গানে জানিয়ে দিন , অত্যাচারী সেই সব রাজনিতীবিদদের যা আমরা পারছি না ।

খুব ভাল লাগে যখন দেখি ইন্ডিয়ার মিডিয়াতে আপনাকে দেখা যায় । কিন্তু কতটা কষ্ট পাই ,কতটা লজ্জা লাগে, ,যখন দেখি আপনি আমাদের দেশে হিন্দী গান করেন । ইন্ডিয়া আপনাকে দিয়ে আমাদের দেশের বিশাল মার্কেট ধরার একটা ফন্দি ফিকিড় করেছে তা ছাড়া আর কিছুই নয় । আপনার অনেক জনপ্রিয় গান আছে সেই গুলোই দয়া করে বাংলাদেশে করেন । হিন্দী গান করে আমাদের দেশের বড় মার্কেট টা তাদের করে দিয়েন না প্লিজ ।

হিন্দী গান, হিন্দী চ্যানেল আমাদের দেশে বন্ধের জন্য ব্লাক হাট হ্যাকারস রা যে ডাক দিয়েছে । আশা করি সবার আগে আপনাকে পাবো । অন্য মিউজিশিয়ানদের বলছি ::: আজ সাইবার যোদ্ধারা জিতে গেছে । কিন্তু হেরে গেছি আমরা ! আমরা মিউজিশিয়ান্ রাই টাকার জন্য হিন্দী গান গাচ্ছি বিভিন্ন বিয়ে বাড়িতে ! অথচ আমাদের ইতিহাস আমাদের সম্মানিত করে কিন্তু আমরা সেই মর্যাদাটা ধরে রাখছি না । এইটা খুবি লজ্জার ।

টাকা পয়সা সবারি দরকার মেথর মুচি ডোম চামার সবারি টাকা দরকার আছে জানি, কিন্তু যেখানে আমাদের হাতে বিকল্প পথ আছে তাহলে কেন আমরা এমন করবো ? ? ? আরররে ভাই আমরা গান করবো ,মানুষ শুনবে এইটাই স্বাভাবিক তাহলে হিন্দী কেন ? ? বাংলা করতে সমস্যাটা কি রে রে ভাই ? ? দেশের নাগরিক হিসেবে আপনাদেরও দায়িত্ব আছে মানুষ কে বুঝানোর । চেষ্টা করেন একটু বোঝান দয়া করে, যারা আপনাদের টাকার বিনিময়ে গান করাচ্ছে । তাদের বলুন স্টেজ মাতানো বাংলা গান কম নাই আমাদের হিন্দী না গাইলেউ চলে । আপ্নারা হিন্দী গান করা বন্ধ করেন প্লিজ । তাই সকল সুশীল লেখক শিপ্লী এবং মিউজিশিয়ানদের কাছে অনুরোধ করছি "জনসচেতনতা বৃদ্ধিতে এবং দেশ এর মঙ্গল এবং দেশের সংস্কৃতি বাচাতে ভারতীয় পন্য সহ হিন্দী গান ,চ্যানেল এইসব বর্জন করুন ।

এই দেশের তরুনদের আবারো সুস্থ সুংস্কৃতির মাধ্যমে উৎসাহীত করবেন । চারপাশে তাকান আমাদের গর্ব করার মতো অনেক কিছুই আছে কি নেই আমাদের দেশে ? আমাদের দেশে সুমন ভাই (অর্থহীন) এর মতো বেইজ গিটারিষ্ট আছে, কয়টা দেশে আছে এমন বেইজ গিটারিষ্ট ? আছে কমল ভাই (অর্থহীন)উনি বাম হাতে যে জিনিস বাজাবে তা গোটা ভাখুজলেও পাওয়া যাবে না বাজানোর মত একটা গিটারিষ্ট। আরো যারা আছেন তাদের নাম লিখতে গেলে লিখাটা বিশাল বড় একটা নাম লিষ্টের পোষ্ট হয়ে যাবে । যাই হোক সকল সাইবার আর্মিদের শুভেচ্ছা এবং লাল সালাম । বিপ্লব কখনো বৃথা যায় না বিকল্প প্রতিবাদের জয় হোক জয় আমার মাতৃভাষা জয় আমার মাতৃভূমি জয় বাংলাদেশ।

বাংলাদেশ চিরজীবী হোক ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।