আমাদের কথা খুঁজে নিন

   

প্যাটেন্ট নিয়ে ইয়াহু-ফেসবুক দ্বন্দ্ব : মামলার হুঁশিয়ারি দিল ইয়াহু

প্যাটেন্ট নিয়ে ইন্টারনেট ওয়েবসাইট ইয়াহু এবং সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। ইয়াহু অভিযোগ করছে- ফেসবুক ১০ থেকে ২০টি প্যাটেন্ট লংঘন করেছে এবং এ কারণে তাদেরকে লাইসেন্সিংয়ের জন্য ফি দিতে হবে। অন্যথায় সামাজিক যোগাযোগের এ জনপ্রিয় মাধ্যমকে মামলা মোকাবেলা করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইয়াহু। এ বিষয়ে ইয়াহুর এক মুখপাত্র বলেছেন,"নিজস্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ রক্ষার জন্য শেয়ারহোল্ডার, চাকরিরত কর্মী এবং মালিকপক্ষের প্রতি ইয়াহু'র একটা দায়-দায়িত্ব রয়েছে।" তিনি আরো বলেন, হয় ফেসবুককে লাইসেন্স করার বিষয়ে ইয়াহু'র সঙ্গে চুক্তিতে আসতে হবে নইলে একতরফাভাবে ইয়াহু তার অধিকার রক্ষার জন্য ব্যবস্থা নেবে। এ সম্পর্কে ফেসবুকের মুখপাত্র বলেছেন, "ইয়াহু বিষয়টি নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং এ কারণে আমাদের সামনে তাদের দাবির বিষয়টি মূল্যায়নের সুযোগ এসেছে। খবরটি এখান থেকে নেয়া

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.