আমাদের কথা খুঁজে নিন

   

বিখ্যাত (!!!) ফেবু পেজ "৩২টা থাপ্পড় দিয়া ১টা দাঁত ফালাইয়া দিমু", সাইবার যুদ্ধ এবং একটি চপেটাঘাত।

শুধু চাই বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে বাংলাদেশ। ফেচবুকে কোনও পেজের ফ্যান না, এমন ফেচবুক ইউসার পাওয়া যাইব না !! সিরিয়াস পেজ থেইকা শুরু কইরা লুলায়িত সব ধরণের পেজই আছে আমগোর ফেচবুকে। ৫০০০০ এর বেশী ফ্যান নিয়ে একটি বিখ্যাত বাংলা পেজ রয়েছে ফেচবুকে। তার নাম, "৩২টা থাপ্পড় দিয়া ১টা দাঁত ফালাইয়া দিমু" খারাপ লাগতো না পেজের পোস্টগুলা। মাঝে মইধে হাসি, কখনও বাসি কিংবা কখনও কাশিওয়ালা পোস্ট থাকতো, সব মিলায়া ভালোই আছিল।

বেশ কয়েকদিন ধইরাই পেজটা চোখে পড়তাছিলনা। জানেনই তো, চোখের আড়াল তো মনের আড়াল !! ভুইলা গেলাম পেজটার কথা !! একটু আগে ঘুম ঘুম চউখে ফেবুতে কি জানি দেখলাম ৩২ না ৩৬ ! দেহি আমগোর সবার পরাণের টুকরা পেজটা আমার হোমপেজে লাবণ্য ছড়াইবার লাগতাছে !! পেজটার পোস্ট, "সাইবার যুদ্ধের কারনে এতদিন আমাদের পেজটা বন্ধ ছিল। যুদ্ধের সমাপ্তি ঘটায় আপনাদের সবাইকে বিরক্ত করতে আমরা আবার ফিরে এলাম। আশা করি আমাদের মিস করেননি, পেজটা ফিরে আসায় আপনাদের শোকে আমরাও শোকাহত " [পেজটার লিংক ] মুই বাকরুদ্ধ হয়ে গেলাম !!! সাইবার যুদ্ধ নিয়া আমরা কত মাতামাতি করলাম, রাইতে ঘুমাইবার পারলাম না উত্তেজনায়, একের একের পর এক সাইট যায়, আর আমরা খুশি হইয়া তালি মারি (লাইক দিই)। এমন কোন ইলেক্ট্রনিক মিডিয়া নাই, যেইখানে এইডা লইয়া আলোচনা হয় নাই !! জোকসের পেজগুলা শুদ্ধা যেখানে আমগোরে সারাক্ষণ আপডেট দিতাছিলো আর সেইখানে এত্ত বড় একখান গামা পেজ পেজ হ্যাক হওয়ার ডরে মুইতা বিছানা ভাসায়া পেজ আনপাব্লিশ কইরা রাখছিলো !!! ঐ পোস্টে একজন ভাই কমেন্ট করছে , "যুদ্ধ দেখে ইন্ডিয়ায় চলে গেসিলাম নিরাপদ থাকতে যুদ্ধ শেষ চলে আসছি।

শাবাস। । আচ্ছা কেউ সত্য কথা বললে তাঁকে জবাব না দিয়ে ব্যান করে দিলেই কি সত্য চাপা পড়ে যাবে? সাইবার যুদ্ধের আপডেট না দিয়ে পেজ আনপাবলিশ করে রেখে কি ভীতুর মত কাজ করলেন না? এডমিন সাহেব ব্যান করলে কঠিন জবাব পাবেন। " আরেক ভাই লিখছে, " সাইবার যুদ্ধের ভয়ে এতদিন পেজ আনপাব্লিশ ছিলো !!! এইটা আমি কি শুনলাম !! এত পছন্দ করতাম আপনার পেজ, আমি ৩-৪ দিন আগেও খুজছিলাম পেজটা, কিন্তু পাইনাই, ভেবেছিলাম অ্যাডমিনের বুঝি কোন সমস্যা !! এডমিনকে বলছি আরও কত বড় বড় পেজ ছিল, কই সেইগুলা তো বন্ধ হয়নাই, সেইগুলা তো হ্যাক হয় নাই !!! আপনার পেজতো ফানি পেজ, রাজনীতির সাথেও সংশ্লিষ্ট না, তারপরও পেজ বন্ধ !!! যুদ্ধের সময় যখন আপনার দায়িত্ব ছিল , সে সম্পর্কে সবাইকে আপডেট দেওয়া, এ যুদ্ধ নিয়ে জনমত গড়ে তোলা। এরকম পেজ চালানোর চেয়ে না চালানোই কি ভালো নাহ !! আমার ভাবতে লজ্জা হচ্ছে আমি এই পেজের ভক্ত ছিলাম !! এডমিনকে বলছি, মেরিডিথ কি বলেছিলেন জানেন ?? "সাহস নিয়ে বেঁচে থাকো না হয় মরে যাও ।

" ৩২ টা থাপ্পর আসলে ১ টা দাঁত ফালানোর লেইগা এনাফ না, হেইরম এইরকম পাবলিকরে জুতা খুইলা মুজা দিয়া পিডাইলেও কোন কাম হইবোনা, আপনারা যারা এই লেহাটা পড়বেন, অস্তে অস্তে পড়বেন, যেন আমগোর সাইবার যোদ্ধারা না হুনে, উনারা যদি এই কাহিনী হুনে তাইলে আমি সিউর এই কথাই কইবো, "খোদা! আমারে উডায় নাও! নাইলে দড়ি ফালাও, বায়া উডি যাই!" ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.