আমাদের কথা খুঁজে নিন

   

ঃঃঃ মানস ঃঃঃ

ঃঃঃঃ চল বহুদূরে...নির্জনে আড়ালে লুকোই...ঃঃঃ আমি উচ্চ থেকে সুউচ্চে উড়েছি বলাকার ডানায় ভেসে আকাশ থেকে চেয়ে এনেছি দুটি তারা তোমার সুনয়নার জন্যে। মেঘের শুভ্রতা এনেছি মুঠো মুঠো তুলে দুধে আলতা গায়ে তোমার মাখবো ভেবে কাজল পাতবো তাই আমি নীল এনেছি সাগর সেঁচে। সাগর সঙ্গমে যে ধ্বনি মনে দিয়ে যায় দোলা আমি নিয়েছি অঞ্জলি ভরে তাই তোমার হাসির খোরাকে মহিধর বেয়ে কানন কুসুম এনেছি পেড়ে জড়াবো তোমার রেশমি চুলে। বৃষ্টি শেষে রোদেলা আকাশে যে বর্ণিল রেখা ভেসে ওঠে নীল আকাশের নিচে, সে সাত রঙের বিন্দিয়া পড়াবো তোমায় আমারই আপন হাতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।