আমাদের কথা খুঁজে নিন

   

ত্রিরূপ সংখ্যা’র খুঁটিনাটি

ভালো মানুষ হবার জন্য ভালো ছাত্র হতে চাই..সেটার জন্যই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি মাত্র... গতানুগতিক সংখ্যাগুলো থেকে কিছুটা ভিন্ন বৈশ্যিষ্টের অধিকারী এই “ত্রিরূপ সংখ্যা” আসুন জেনে নিই ত্রিরূপ সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যার ঘনের অথবা কিউবের শেষে সেই সংখ্যাটি থাকে তাদেরকে ত্রিরূপ সংখ্যা বলা হয়। ইংরেজিতে একে বলা হয় ট্রাইমরফিক সংখ্যা (Trimorphic number)। ধরুন, যেকোনো একটি সংখ্যা নিয়ে তাকে ঘন বা কিউব করলে দেখতে পাই, যেমন : (৫)৩ = ১২৫। আবার, ৯ কে ঘন করা হল (৯)৩ = ২৭৯। এইভাবে, আর আছে যেমন- ০ কে ঘন করা হল (০)৩ = ০।

১ কে ঘন করা হল (১)৩ = ১। ৪ কে ঘন করা হল (৪)৩ = ৬৪। ৬ কে ঘন করা হল (৬)৩ = ২১৬। এইগুলো হচ্ছে এক অংকের ত্রিরূপ সংখ্যা। দুই অংক বিশিষ্ট কিছু ত্রিরূপ সংখ্যা উদাহরণ।

যেমন- ২৪ কে ঘন করা হল (২৪)৩ = ১৩৮২৪। ২৫ কে ঘন করা হল (২৫)৩ = ১৫৬২৫। ৪৯ কে ঘন করা হল (৪৯)৩ = ১১৭৬৪৯। এমনি ভাবে…. ৫১, ৭৫, ৭৬, ৯৯। চলুন,এইবার দেখি কিছু তিন অংক বিশিষ্ট ত্রিরূপ সংখ্যা।

যেমন- ১২৫ কে ঘন করা হল (১২৫)৩ = ১৯৫৩১২৫। ২৪৯ কে ঘন করা হল (২৪৯)৩ = ১৫৪৩৮২৪৯। এমনি ভাবে …. ২৫১, ৩৭৫, ৩৭৬, ৪৯৯, ৫০১, ৬২৪, ৬২৫, ৭৪৯, ৭৫১, ৮৭৫, ৯৯৯। এইভাবে আপনিও খুঁজতে থাকুন আরো সংখ্যা পেয়ে যাবেন । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।