আমাদের কথা খুঁজে নিন

   

পিচ্চিপোলা খাইল ধরা আলবিনা নাহার বাংলাদেশী ক্যানেইডিয়ান নাগরিক, সে আলবেনিয়ান নয়

আমি চাই শক্তিশালী স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ কয়েক সপ্তাহ আগে পোষ্ট দিয়েছিলাম; মিস কানাডিয়ান প্রতিযোগী বাংলাদেশী তরুণীর মিউজিক ভিডিওতে চোখ টেরা গে মার্কা ভারতীয় তরুণ! Click This Link আমার মূল উদ্দেশ্য ছিল এক সুন্দরী কিভাবে এই রকম সমস্যা যুক্ত পুরুষ ভারতীয় মডেলের সাথে কাজ করে; http://www.youtube.com/watch?v=prQV1c0kkXA এই মেয়েটির পেশা অথবা ছেলেটি ভারতীয় সেটা ঐ পোষ্টে তার সমালোচনার উদ্দেশ্য ছিল না। অযোগ্য পুরুষ মডেল তার সমন্ধে ইউটিউবে মানুষ কি বলেছে সেটাও তুলে ধরেছি। কিন্তু পুরো পোষ্টেও কোন সমস্যা না থাকলেও পিচ্চিপোলা নামক ব্লগার সেই কি ঝাড়ি! এই মডেল নাকি বাংলাদেশী নয় সে নাভিতে কি করছে না করছে (৫)পিচ্চি পোলা বলেছেন: এইডা বাংলাদেশি না মামা। চেহারা কিং বাংলাদেশি বলে মনে হয়? বাংলাদেশী মেয়েদের চেহারায় যে কমনীয়তা+কামনীয়তা তা কি এই মেয়ের মধ্যে উপস্থিত? অনেকটা জিম করা বডি বিল্ডারদের মতো! তাছাড়া বাংলাদেশি মেয়েরা নাভি ফুটায় না। নাভি এবং জিব্বা ফুটায় (পিয়ার্সিং করা) বিদেশি কলগার্ল এবং পর্ন স্টাররা।

জঘন্য এই কর্লগালকে বাংলাদেশি বলে যে সম্মান দিছে তারে মাইনাচ!! এইডা আসলে আলবেনিয়ান মেয়ে। ২০০৫ সালে মিস ইউনিভার্স কানাডা প্রতিযোগিতায় অংশ নিছিল। যারা একে বাংলাদেশি মনে করে ইতিমধ্যে কিছু লোল অপচয় করে ফালাইছেন সেই বেচারাদের সম্বিত ফেরতার্থে সেই প্রতিযোগিতার একটি পর্বের ভিডিও দিচ্ছি। মিস আলবেনিয়ান মেয়েটিকে দেখুন তো চিনতে পারেন কি না ! ভিডিওটা থামিয়ে থামিয়ে চালিয়ে মেয়েটার নাভির দিকে খেয়াল করুন তো এই মিউজিক ভিডিওর মেয়ে এবং ওই মেয়ে এবং মি্উজিক ভিডিওর মেয়ের নাভি + ওই মেয়ের নাভি ফুটানো কি না!! লোল ফালানো বৃথা গেল, তাই না? (৬)পিচ্চি পোলা বলেছেন: এই ভিডিওটা যে বলদ আপলোড করছে সেও এর নাম দিছে বাংলাদেশি গার্ল ইন মিস ইউনিভার্স কানাডা ২০০৫ বোঝা গেল মিসগাইডেড হবার তালিকায় বহু পাবলিক আছে এই মাইয়ারে লইয়া!! যদিও ইউটিউব সোর্স আমি বানাইনি কিন্তু তার আক্রমণাত্নক মন্তব্য আমার পোষ্টের শিরোণামকে দূর্বল করে দেয়। পিচ্চি পোলার সুত্র ছিল; http://www.youtube.com/watch?v=ym6HCt0ed84 যতটা না তার সুত্র শক্তিশালী তারচেয়েও তার চটকদার মন্তব্যে বেশ দ্বিধাদ্বন্দে পড়ে যাই।

তার সুত্র ভালমত না দেখেই স্বীকার যাই যে না সে আলবেনিয়ান মেয়ে। আজকে যখন ঐ হিন্দি লিপে গানের লিংকে যাই উদ্দেশ্য ছিল আপলোডার তার শিরোণাম পরিবর্তন করছে কিনা। কিন্তু করেনি; Bangladeshi Girl Contestant in Miss Universe Canada সম্ভবত আমার পূর্বের পোষ্টের কারণে কেউ মেয়েটাকে আলবেনিয়ান দাবী করে ভুল প্রমাণ করার জন্য বলে; The girl of the music video is not Bangladeshi. She is Albanian. Check the video "Bangladeshi Girl in Miss Universe Canada 2005 " carefully. You will find the truth. MrImposter01 3 weeks ago কিন্তু পরের জন বলে যে না সে বাংলাদেশী ক্যানেইডিয়ান; @MrImposter01 you are wrong, the video you are referring to "Bangladeshi Girl in Miss Universe Canada 2005"...the girl is wearing a sash that has "Albina " written on it...thats her name....not the country she is from, as the pageant was for ...Miss Universe Canada national not Miss Universe (International)....and i would know because i am Albina and the girl in this video and in the other video NilahNexus 1 week ago বস্তুত পরের জনের কথাতে আমারও হুশ হয়। আমিও পিচ্চিপোলার সুত্র ভাল ভাবে চেক করে দেখলাম যে মেয়েটির গায়ে ALBINA লেখা। আর তার পাশে আরেকটি শেতাঙ্গিনীর নাম ALICIA যা কোন দেশের নাম নয়।

বস্তুত মিস কানাডা-২০০৫ এ যারা অংশ নিছে তারা সবাই কানাডিয়ান নাগরিকত্ব প্রাপ্ত। এখানে কারো Country of origin এর লিখিত কিছু গায়ে দিয়ে প্রতিযোগীতা করা লাগে না। গায়ে যা লেখা থাকে তা তাদের নাম। আমি গুগলে শেষ পর্যন্ত সার্চ দিয়ে জানলাম তার পুরো নাম আলবিনা নাহার তার নিজস্ব ব্লগ হল; http://albinanahar.com/blog/ পিচ্চিপোলা তার ব্লগে লিখছে; আমি একজন পিচ্চি পোলা। বড়দের ব্যাপার স্যাপার কিছুই বুঝি না! Click This Link কিন্তু তারপরেও সে এমন ভাবে পাকা পাকা কথা ও আক্রমণ করল তাতে এই মনে হয় মাইরের চেয়ে আক্রমণ বেশী! পিচ্চিপোলা সহ আমাদের সবারই উচিত কোন কিছু নিশ্চিত হয়েই কারো পোষ্টে বিতর্ক করা।

নাইলে এই ভাবে ধরা খেতে হবে। কারো ভুল হলে এবং পরবর্তীতে জানলে তার উচিত হবে সেই লেখকের পোষ্টে গিয়ে ভুল স্বীকার করা এবং নিদানপক্ষে দুঃখ প্রকাশ করা।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।