আমাদের কথা খুঁজে নিন

   

আহারে আমাদের শিল্প মন্ত্রী দিলীপ বড়ুয়া।

এই আমি খুব খারাপ ! একটা টক শো দেখলাম। অতিথি আমাদের শিল্প মন্ত্রী দিলীপ বড়ুয়া এবং New Age এর সম্পাদক নুরুল কবীর। আমাদের দেশের মন্ত্রীরা ঘাস খেয়ে খেয়ে মন্ত্রীত্ব পেয়েছেন তা এই প্রোগ্রাম দেখলে যে কেউ বুঝতে পারবে। উপস্থাপক যখন নির্বাচন কমিশন নিয়ে কথা তুললেন তখন মন্ত্রী বলেন আমাদের নির্বাচন কমিশনকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছি এবং যারা ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির হয়ে আছেন তারাই বলবেন নির্বাচন কমিশন এর অবস্থা খারাপ। উপস্থাপক নুরুল কবীরকে জিজ্ঞাস করলে তিনি বলেন কেমন ধরনের স্বধীনতা আপনারা সার্চ কমিশন গঠন করেছেন অথচ তার মধ্যে তিনজনই সক্রিয়ভাবে আওয়ামিলীগ করে।

উপস্থাপক বলেন সারা বিশ্বে বাম পন্থিদের দৃরতা বাড়ছে বাংলাদেশে ও বামদের অবস্থা ভালো, কিন্তু এখানে আওয়ামিলীগ পন্থী বাম বিএনপি পন্থী বাম ও সৃষ্টি হয়েছে এ ব্যাপারে মন্ত্রীর মন্তব্য শুনতে চাইলে তিনি বলেন বামদের জন্য এখন ও সেই ফিলসফি সৃষ্টি হয় নাই,বাম পন্থী বাড়াতে হলে চাই আর ও বেশী বেশী ইন্ডাস্ট্রি (মন্ত্রী নিজে জানেই না বাম পন্থী কি?)। বাম পন্থী কি তখন নুরুল কবীর সুন্দর ভাবে বুঝিয়ে দেন। নুরুল কবীর বলেন যদিও বাংলাদেশে বাম পন্থীর সংখ্যা কম তবুও দমে নেই। মন্ত্রী নিজেই স্বীকার করেছেন নির্বাচন কমিশন ততটা স্বাধীন নয়,বাম আওয়া মিলীগ,বাম বিএনপি ,বাম আওয়ামিলীগ মৌলবাদ, বাম বিএনপি মৌলবাদ এই সব মিলে আমাদের রাজনীতিকে জগা খিচুরি বানিয়ে দিয়েছে। শিল্প মন্ত্রী আর ও বলেন বাম পন্থী টিকবে কিভাবে সবাইতো কম্প্রোমাইজ করে চলতে পারে না।

অবশেষে উপস্থাপক বলেন যেখানে আদর্শের সাথে কম্প্রোমাইজ করা হয় সেখানে কোন আশা থাকতে পারে না। এই প্রোগ্রামটিতে নুরুল কবীরের প্রত্যেকটি কথা খুবই আশা প্রদক। উনি আমাদের বকলম মন্ত্রী মহাশয়ের মুখে গোবর মেরেছেন প্রকাশ্যে। যারা প্রোগ্রামটি দেখতে চান আজকে রাত ১.৪৫ অথবা কালকে সকাল ১০.২০ মিনিটে “আর টিভি ” ওপেন করতে পারেন । প্রোগ্রামের নাম “প্রিয় প্রাঙ্গন our democracy” ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।