আমাদের কথা খুঁজে নিন

   

বালিশে মুখ লুকিয়ে বেঁচে থাকা যুবকেরা

মানুষ আর মানুষের তামশা দেখি,দুটোই আমার প্রিয় ! ** আমার শক্ত হাতে লেখা নষ্ট কবিতার খাতায় আঁকা ছিল এক ধ্রুপদী সংগ্রামী কবিতার পটভূমি, যেখানে শৌর্যে বীর্যে বলিয়ান যুবকের দল স্লোগানে মিছিলে রাঙা রংয়ে সাজায়ে ছিল কালো রাজপথ-মাতৃভূমি; সেদিন এনে দিয়েছিল এক নতুন ভোর। সেদিন লাজুক মেয়েটি কপাট মেলে ধরে হেসেছিল প্রাণ খুলে-দক্ষিণা বাতাস ছিল সাক্ষী; সেখানে আকা ছিল চপল সে মেয়েটির হাসি মুখ যে সেজেঁছিল-হয়েছিল বড় গেরস্তবাড়ীর কুল-লক্ষী। এ সবুজ বাংলায়। আজ বুনো হায়েনার দল ধরে নিয়ে গেছে মেয়েটিকে সাক্ষী সে বাঁতাস, রাজপথ- মাতৃভূমি আজো আছে; শকুনেরা ঠুকরে খেয়ে গেছে যুবকের সে তেজ, শৌর্য বীর্য আজ সে যুবকেরা বালিশে মুখ লুকিয়ে বাঁচে। সংস্কৃতির দোহাই দিয়ে। ** বালিশে মুখ লুকিয়ে বেঁচে থাকা যুবকেরা সেদিন এনে দিয়েছিল এক নতুন ভোর এ সবুজ বাংলায় সংস্কৃতির দোহাই দিয়ে....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.