আমাদের কথা খুঁজে নিন

   

ঘামসূত্র ও অন্যান্য তথ্য:

এবছর লিপিয়ার বলেই, ফেব্রুয়ারি মাস ২৯ দিনে। তাই বইমেলা ১ দিন বেশি, বসন্ত ১ দিন বেশি, ভালোবাসা ১ দিন বেশি, ঘৃণাও একদিন বেশি, বিরহ ১ দিন বেশি, যন্ত্রণা ১ দিন বেশি, আনন্দও ১ দিন বেশি। সব বেশি বেশি। অন্যদিকে বইমেলার আছে আর চারদিন। কথা ছিল, আমার 'নির্বাচিত কবিতাগ্রন্থ', 'স্যাটাসসমগ্র' ও 'ঘামসূত্র'_সাকুল্যে ৩ খানা ছহি-চিন্তার পুস্তক প্রকাশ হবে।

কিন্তু দিব্যপ্রকাশ থেকে প্রকাশিত 'টোকন ঠাকুরের কবিতা' (১৯৯৬/৯৭ থেকে ২০০৯ সময়ের লেখা), এটাও একটা নির্বাচিত সংকলন। 'টোকন ঠাকুরের কবিতা' বইটা মেলায় আছে, দিব্যপ্রকাশ-এর স্টলে। তাই এবছর ২০০৯ থেকে ২০১১ পর্যন্ত লেখা আসমানি অনুভুতিগুলো সংযুক্ত করে আরেকটি 'নির্বাচিত' করার ভাবনা অফ করেছি। তাছাড়া বাংলা কবিতা থেকে যেহেতু 'গোল্ডেন হ্যান্ডশেক' নিয়ে ফেলেছি, সুতরাং এবছর গদ্যপদ্য ( মেলায় স্টল নং ৩৬৩) থেকে প্রকাশিত নতুন ও আংশিক রঙিন 'ঘামসূত্র' থেকেও কিছু ঢুকে পড়বে আগামীতে, প্রকাশিতব্য নয়া 'নির্বাচিত' শাদাপৃষ্ঠাগুলোর মধ্যে। তবে এবছরের 'ঘামসূত্র' আছে গদ্যপদ্য স্টলে ( মেলায় স্টল নং ৩৬৩)।

শিল্পী সব্যসাচী হাজরা অনেক ব্যস্ততার এই সময়েও, 'স্ট্যাটাসসমগ্র'র জন্য ১৪০ টা আলঙ্কারিক মোটিফ তৈরি করেছে। প্রচ্ছদ করেছে। কিন্তু সব্য প্রকাশককে জানিয়ে রেখেছে, ছাপার আগে আমাকে যেন না দেখানো হয়। আচ্ছা, না হয় অপেক্ষাই ভালো। 'স্ট্যাটাসসমগ্র' প্রায় ১০ ফর্মার বই।

কিন্তু বইটা নির্ভুল প্রডাকশন করার জন্য ঠিক এই মেলার মধ্যেই এটা আর প্রকাশ হচ্ছে না, তবে মেলার পর প্রকাশিত হবে ( তথ্যসূত্র, অগ্রদূত। অগ্রদূত থেকেই গতবছর প্রকাশিত 'ভার্মিলিয়ন রেড' এখনো মেলায় আছে, অগ্রদূত স্টলে। স্টল নং ৬২৭। যারা আমার আসমানী ভাবনা ভালোবাসেন, সমর্থন করেন, যারা আমার চিন্তার পাশে চিন্তা রাখতে চান এবং আমার লেখা বই কিনে সংগ্রহ করেন, পড়েন, পছন্দ করেন, অপছন্দ করেন_ সবাইকে অশেষ কৃতঞ্জতা জানাচ্ছি। ভালো থাকবেন।

কথা হবে, দেখা হবে। অন্তত ৪ দিন দেখা হবে মেলায়। ভুলে যাওয়া ঠিক হবে না, এটা লিপিয়ার, সব ১ দিন বেশি... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।