আমাদের কথা খুঁজে নিন

   

আজকে বইমেলায় গিয়েছিলাম

আমিও বাধ ভাংতে চাই... বেশিক্ষণ থাকিনি। সেবা, স্টুডেন্ট ওয়েজ আর কথামেলা হয়ে সোজা ফুচকার দোকান। সেবা থেকে একটা ওয়েস্টার্ণ, পাঁচটা হ্যাগার্ড; মুজতবা আলীর সমগ্র ১,২; আর কথামেলা থেকে রকিব হাসানের দুইটা আর আলী ইমামের একটা বই কিনেছি। কথামেলার বইগুলা হার্ডবাউন্ডে হওয়ার কারণে সবচে বেশী পয়সা গেলো!! সবচে মজা মনে হয় আমদের মেয়ের হয়েছে। জনে জনে ভাব করে করে সে বেশ জনপ্রিয়তা পেয়ে গেছে।

আমি অবাক হয়ে যাই, একদম অপরিচিত ৬০+ ভদ্রলোককে ও কিভাবে বলে, 'ভালো আছেন? আমিও ভালো আছি'' ভদ্রলোক তো মহাখুশী। দুই মেয়েকে ডেকে আবার পরিচয় করিয়ে দিলেন। আমার সাথে না, আমার মেয়ের সাথে!! কিছুক্ষণ পর আরেক কাপল এসে বললো,আপু ওর একটা ছবি তুলি? বললাম তোল। আকর্ণ বিস্তৃত হাসি দিয়ে মেয়েটা আমার মেয়েকে নিয়ে পোজ দিল। আর মেয়ের পোজের কথা আর কি বলবো।

ঘোর কলিকাল! ! আমরা ছবি তুলেছি অনেক। পরে দিব। অনেক ধন্যবাদ মিস্টার কলম!! অসম্ভব ভালোলাগায় ভরা একটা দুপুরের জন্য! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.