আমাদের কথা খুঁজে নিন

   

রক্তের ঋন

মুখে খোচা খোচা দাড়ি রাখা আমার অভ্যাস। দাড়িগুলো চুলকালে যখন একটা গজ গজ শব্দ হয় তখন আমার কী যে ভালোলাগে বলে বুঝাতে পারব না। কয়েকদিন ধরেই আম্মার চিন্তা বেড়েছিল আমার এ বদ অভ্যাস নিয়ে। কিছুদিন পর পর ফোন দিয়ে জিজ্ঞেস করতেন সেভ করেছি কিনা? আজ দেখলাম আবার চিন্তার দিক পরিবর্তন হয়েছে(যেদিকে হাওয়া সেদিকে পাল তোলাই ভালো, নৌকার জ্বালানী খরচ কম)। সকালেই ফোন পেলাম “এই তুই ব্লগিং করিস”? বললাম “হ্যা, মাঝে মাঝে কিছু অখাদ্য কবিতা পয়দা করি”।

খুব কড়া ভাষায় নির্দেশ এল “এই সব শয়তানি বন্ধ কর, আমার চিন্তা বাড়াবি না”। আজ মানিকের একটা কথা খুব মনে পড়ছে “জেলে পাড়ার শিশুদের ক্রন্দন কখনও বন্ধ হয়না”। ৫২ গেলো, ৬৯ গেলো, ৭১ গেলো, ৯২ গেলো; সর্বশেষে শাহবাগে দ্বিতীয় মুক্তেযুদ্ধ হয়ে গেলো কিন্তু বাংলা মায়ের ক্রন্দন বন্ধ হলো না। হলো না ইতিহাসের মিমাংসা । আমি ম্যাথ এ এত ভালো না।

পুরোনো খাল বাল উঠে যাওয়া আমার মোবাইল ফোনটাতে হিসেব করে দেখলাম আমাদের পবিত্র স্বাধীনতা এখন ৪২ বছর বয়সের যুবক। জন্মের ৪২ বছরে ও যার পিতৃত্বের মিমাংসা হয়নি আরও ৮৪ বছরে ও তা হবে কিনা আমার সন্দেহ আছে। ইসসসসসস রেরর স্বাধীনতার যদি কনো DNA টেস্ট থাকত... কিং সুলাইমান নাকি বহুত ধুরন্দর বিচারক ছিলেন। আন্নাই ভাল জানে সেদিন কিং সুলাইমান কি করতেন যদি দুই মহিলা বাচচা ভাগাভাগি তে রাজি হয়ে যেতেন। তবে আমি কিং সুলাইমান হলে দুই মহিলারে দুইডা থাবড় লাগাইয়া বাচচাডা হাতে লইয়া কইতাম, “যা মগী ভাগ, তগ বাচচা পালন লাগবনা, বাচচা পালা মায়ের কাম মাগীর না”।

সভ্যতার এ সংকটময় মুহূর্তে, এক দ্বিখন্ডিত বিবেক, আবেগ আর অনুভূতি নিয়ে জিজ্ঞেস করছি আর কত লাশ পড়বে এ পবিত্র ইতিহাসের মিমাংসা করতে?একটা হত্যা আর একটা হত্যাকে ত্বড়ান্বিত করবে, জাতিকে বাধবে এক রক্তের ঋনে। এ পুজিবাদি অর্থব্যবস্থায় P(1+r)^n হারে মূলধন বৃদ্ধি পায়। মানে আজকের ১০০ টাকা আগামী বছরের ১১০ টাকার সমান যদি সুদের হার ১০% হয় (আর যদি ২০% হয় ১২০) সেটা আপ্নে সুদের ব্যবসা করেন আর নাই করেন। তাইলে পরে এই পুজিবাদি সমাজ ব্যবস্থায় একটা মানুষ(হক সে সাধারন মানুষ আথবা পুলিশ) খুনের সুদআসল আগামী বছর কত? ১৮০ জন মানুষ খুনের সুদ আসল কত হবে এক বছর পর? দুই বছর পর? চার বছর পর? যখন উত্তর পূর্ব মৌসুমী বায়ু দিক পরিবর্তন করে দক্ষিণ পশ্চিম দিক থেকে বইতে থাকবে? সরল সুদ কষার অংক মনে হয় খুব কঠিন হবে না। আমি আবার অংকে কাচা।

যাউগা আর অংক পেচামুনা ফল ভুল হওয়ার সম্ভাবনা থাক্তে পারে, Bringham এর FM বই খুলে বসতে হতে পারে ফল বের করতে, তাতেও কাজ না হলে আবার লাগতে পারে Financial Calculator Solution জন্য। লেবু কচলালে তিতা হয় তাই শুধু লেবুতে একটা চিপ দিলাম। লেখাটা একটু চুক্কা মনে হতে পারে বলে দুঃখিত। গরম ভাতে বিলাই বেজার হয় আমার কিচ্ছু করার নাই। বিলাই খুশি করার জন্য ভাত ফ্রী্জে রাখতে পারছিনা।

Financial Calculator Solution কত হবে তা আমার জানা নাই যাদের সুদ সহ আসলের মূল পরিমান জানা দরকার তারা সমাধান করে নেবে; হিটলিস্ট প্রস্তুত করবে; গার্মেস কন্যা সখিনার দেয়া ভ্যাটের টাকায় ট্রেইন্ড হবে ক্রুসেডর.........। “দিনে দিনে তব বাড়িতেছে দেনা শুধিতে হইবে ঋন”- রক্তের ঋন গড়াবে বংশ পরম্পরায়। আমার ভয় এ ঋন এর জালে কবে দেউলিয়া হয়ে যায় পুরা বাঙালি জাতি। ধর্মের নামেই মারেন আর নাস্তিকতার নামেই মারেন যারা মরছে তারা মানুষই পৃথিবীর সবচেয়ে পবিত্র শব্দ। বুকে হাত দিয়ে একবার মাণুষ শব্দটি উচচারন করে দেখুল নিশ্চিত আপনার চোখ দিয়ে জল গড়িয়ে পড়বে।

জহির রায়হান এর একটা কথা খুব ফীল করছি, “রাত বাড়ছে, হাজার বছরের পুরনো সেই রাত”। সাধারন মানুষের মনে একটাই প্রশ্ন, “রাত পোহাবার কত দেরি পাঞ্জেরী, এখন ও তোমার আসমান ভরা মেঘে, সেতারা হেলাল এখন ও উঠেনি জেগে?” তবে আমার মনে হচ্ছে, “দুলিতেছে নৌকা, ফুলিতেছে জল, কান্ডারি হুশিয়ার”। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.