আমাদের কথা খুঁজে নিন

   

সস্তা আবেগের বস্তা পঁচা ছড়া

এইসব ভালো লাগে... আবেগ গুলো হয়ে গ্যাছে বেজায় রকম সস্তা কেজি দরে কিনতে পারো বেচতে পারো বস্তা এই দেখি এক সুইট কাপল আহা! বাহা! বেশ তো! দুদিন পরেই দেখি তারা ডিভোর্স নিতে ব্যস্ত! মা ধরেছে পেটের ভিতর মা করেছে যত্ন বড় হয়ে খেতে দেয় না সেই সে ছাওয়াল রত্ন পিতা যখন ছাতা ছিলো কত্ত কদর ছিলো ছাতা যখন পুরেন হলো ভাগাড় ঘরে দিলো ভাইয়ে দেখি বউয়ের পাগল-হিন্দি সিরিয়াল! ভাবী যেন কুমির সম কুটনামিতেই খেয়াল! বোনগুলো সব শ্বশুরবাড়ি খুব রাখেনা খোজ ঈদ পাবনে বেড়াতে এলে দুলাভাইদের ভোজ! একই ছাদের নিচের মানুষ কত দ্রুত বদলে যায় পরের ঘরের মেয়ে আবার ঠিকি আপনায় মিডিয়াগুলোও বিকিকিনি করছে আবেগ বেশ দুনিয়া কাপায় কি দান দখিনায় রইছে আবেগ রেশ! আবেগ এখন ঠুনকো বড় বেগ যে পাওয়া দায় অধম কবির ভাবছে এসব এ ঘোর অমানিশায়...

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।