আমাদের কথা খুঁজে নিন

   

সস্তা কাব্য ০১



সস্তা এই বস্তা পচা অলস মনের কাব্য জীবন জ্বালায় ক্লান্ত হলে তবেই পঠিতব্য। রাতে যাদের ঘুম আসে না পড়াশোনায় মন বসে না। প্রেমে পড়ে পোড় পাওয়া এমন হতভাগ্য। তাদের তরে অবসরে আমার এই কাব্য। হঠ্যাৎ যারা ব্যস্ত হলেন দেখা হলে নামটা ভোলেন, নারীর চোখের ভ্রুকটিতে যারা অভ্যস্ত। তারাই পাঠক এই কবিতার, তারাই কবির হারিয়ে যাওয়া ছোট্ট কালের দোস্ত। পকেট যাদের খালি আছে ধার চেয়েও পাচ্ছেনা যে কাব্য জ্বালায় পুড়ছে যারা প্রতি গভীর রাত্র। তাদের জন্য লেখা হল এই ক'টি ছত্র। -তাহমিদ সৈয়দ আবতাহী ২.০৫.২০১০


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।