আমাদের কথা খুঁজে নিন

   

এবার মাইনাস টু নয়, মাইনাস থ্রি: ডঃ ইউনূস

লাইনে আসুন, নইলে........... বিশেষ মতিবেদক ‘২০০৭ সালের মাইনাস টু প্রকল্প আবার চালু করতে হবে। রাজনৈতিকসহ বিভিন্ন কারণে এই প্রকল্প এতদিন বন্ধ ছিল, আবার চালু সেই সাথে এই প্রকল্পকে আরও উন্নত, আধুনিক, যোগপোযোগী ও সত্যিকারের ডিজিটাল করতে হবে। তাই এই বার মাইনাস টু নয়, এই বার আসবে মাইনাস থ্রি। ’ গতকাল এক সংবাদ সম্মেলনে এভাবেই নিজের ভবিষ্যত পরিকল্পনার কথা তুলে ধরেন নোবেল বিজয়ী অর্থনীতিবীদ ড. মুহম্মদ ইউনূস। ইউনূস বলেন, “হাসিনাকে মাইনাস করতে হবে।

খালেদাকে মাইনাস করতে হবে। সেইসাথে মাইনাস করতে হবে কারওয়ানবাজারের ঐ বাটপার মতিচুরকে গংকেও। ’ মতিচুরের পুটুর দৈর্ঘের মাপ দেখাচ্ছেন ডঃ ইউনূস। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ২০০৭ সালে মতিচুর ও মহাফুজ এই দুই নরপিশাচ মিলে তাকে ঠেলে গাছে তুলে। তারপর তারা মই কাঁধে নিয়ে হাসতে হাসতে বাড়ি চলে যায়।

ইউনূস বলেন, ‘আমার একটা সম্মান আছে। বাজারে আমার নাম বললে দশটা লোকে এক নামে চিনে। আমার গাছে উঠার বয়স কি আর আছে? অথচ তারা আমাকে ষড়যন্ত্র করে গাছে তুলেছিল। ’ তিনি কারওয়ানবাজারের সর্দার মতিচুর রহমানের প্রতি ধিক্কার প্রকাশ করে বলেন, ‘মতিচুর রহমান জাতির জন্য একটি অভিশাপ। গতকালও সে আমার নামে ভুয়া সংবাদ পরিবেশন করে আমাকে এই বৃদ্ধ বয়সে আবারও গাছে তুলতে চেয়েছিল।

মিথ্যা সংবাদ পরিবেশন করে সে আমাকে রাজনীতির গাছে তুলে ব্যবসায়িক মই কেড়ে নিতে চায়। ’ ইউনূস বলেন, ক্ষমতায় যেতে আমাকে রাজনীতি করতে হবে না। আমি রাজনীতি না করেই ক্ষমতায় যেতে পারি। আমার পকেটে সবসময় দু-চারটা রাজনীতি স্টক থাকে। সবাই জানে হিলারি রডহাম ক্লিনটন আমার বান্ধবী।

রডহামের রড দিয়ে বাড়ি মেরে আমি চাইলেই সব বাধা চুর্ন করে যে কোন সময় ক্ষমতার মসনদে বসতে পারি। অথচ আমাকে জোর করে রাজনীতির গাছে তুলে ফায়দা লুটতে চায় মতিচুর ও মহফুজ। তিনি দৃপ্ত কণ্ঠে বলেন, বাংলাদেশ থেকে হাসিনা-খালেদা-মতিচুর, এই তিন দুষ্ট লোককে অবশ্যই মাইনাস করতে হবে, প্রয়োজনে এই সংখ্যা পর্যায়ক্রমে আরো বাড়ানো হবে। আমি ক্ষমতায় গেলে এই তিনজনকেই দহগ্রাম আংগুরপোতা ছিটমহলে গৃহবন্দী করব। সূত্রঃ দৈনিক মতিকণ্ঠ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.