আমাদের কথা খুঁজে নিন

   

একুশের শেষ ক্ষণে..............

বাচার স্বপ্নের কুড়িগুলো বারবার যখন বিদীর্ণ ক্ষত হৃদয়ে নিঃশ্বাসের হাপর টেনে চলে ক্রমাগত। .. আমি ভাষা আন্দোলন দেখিনি,দেখিনি বিজয় ৭১। শুধু শুনেছি সন্তান হারা মায়ের কান্না,প্রিয়জনের পথপানে চেয়ে থাকা বিনিদ্র রজনীর কালক্ষেপন। আমি ইতিহাস বিকৃতি দেখেছি,ইতিহাসের সাক্ষী হতে পারিনি । মর্মে মর্মে যে চেতনা লালন করে এসেছি কালান্তরে ,সে বোধই আমার অন্ধের ষষ্ঠী।

কালের কন্ঠে প্রকাশিত একুশের প্রথম কবিতা পড়ে সে বোধের তীব্রতা অনুভব করলাম। একটা কবিতার কি দুঃসহ নির্লিপ্ত আহবান। আমার প্রতিটি তন্দ্রার ক্ষণে জাগিয়ে দেয় বারবার। আমি আমায় পরিচয় ফিরে পাই। আমি বাঙালী,হ্যা অনাহারী বঙ্গীয় জননীর পরিচয় ভোলা দুর্ভাগা সন্তান।

আমি রফিক ,জব্বার নাম না জানা লক্ষ শহীদের শেষ রক্তবিন্দুর মিনতি ভরা শেষ আহবান। আমার মানচিত্র ঘিরে অবিশ্বাস্যভাবে সেই পুরোনো শত্রুর লোমশ হাত। আমার ভাষা আজ বিচিত্রভাবে মিশ্রিত। রেডিও স্টেশনে ,কিংবা উচু মহলে রফিকের আত্মারা আত্মপরিচয়ের অভাবে বারবার নিজেরে লুকায়। আমার রবীন্দ্র আর নজরুলদের ভাসিয়ে দেয় শিলা ,পাগলুর নষ্ট কদাচারগুলো ।

আমি নিরব তবুও.। প্রতি বছর কেবল একুশ এলেই ধোয়া মোছা চকচক করা শহীদ মিনারের মত জেগে উঠে আমার চেতনাবোধ। মা ,তবে কি আমি তোমার সন্তান নই? আমার স্বাধীনতা ঘিরে আজো শকুনির ভীর,আমার লক্ষ মা আজো সন্তানের অনিশ্চিত জীবনে অশনি সংকটে নিদ্রহীন প্রহর কাটে। আমার বুক আজো খালি হয়,রন্জিত হয় বাবার বুকের উদার জমিন। তবুও রফিকরা জাগে না,সূর্যসেনের তেজদীপ্ত আহবান আর আসে না।

বঙ্গবন্ধুর সোনার বাংলা কেবল স্বপ্নই থেকে যায়,শহীদ জিয়ার অসমাপ্ত কাজ কেবলি প্রাণহীন পড়ে র‌য়। তবে কি আমার হেরেডিটি!আমি ভাবতে পারিনা আর......আমি আর ভাবতেও চাইনা.. শুধু জানি রফিকরা জেগে উঠো, প্লিজ আরেকটি বার.............। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।