আমাদের কথা খুঁজে নিন

   

অমর একুশের চেতনা


একুশ তুমি দিয়েছ মোরে রক্ত রঙীন সূর্য স্মৃতির মিনাওে বেদনার অশ্রু দিয়ে লেখা একটি গানের তূর্য। একুশের চেতনা দিয়েছে মোরে একটি গানের সূর মায়ের ভাষায় কথা বলা অধিকার কতই যে সুমধুর। ইতিহাসের পাতায় লেখা আছে শহীন ভাইয়ের স্মৃতি দুঃখ বেদনা আর গৌরবের গাঁথা জড়িত আমার ভাইয়ের প্রীতি। হে সুমহান একুশ তুমি নও শুধু স্মৃতির মিনারে গড়া ইটের প্রাচীরে গাঁথা তুমি নও শুধু কালো অমারের ভেড়া জালে বন্ধী শালার পাতায় মন আবিরের রাগে গৌধুলীর লগ্নে একটি নাম দিয়েছিলে তুমি তোমারি চেতনায় বাংলা মায়ের অস্বিত্বের স্বীকৃতি পেয়েছি স্বাধীন জম্মভূমি। যুগে যুগে দিয়েছ তুমি উন্নত শিরে দাঁড়িয়ে পথ চলার নির্দেশ তুমি শহীদ সালাম, বরকত, জব্বার আর রফিকের তাজা খুনের রক্তে সিক্ত আমার বাংলাদেশ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।