আমাদের কথা খুঁজে নিন

   

একুশের প্রথম প্রহরে রাষ্ট্রীয় শ্রদ্ধা

মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ সোমবার রাতে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনারের বেদি। তারা স্মরণ করে সেই মৃত্যুঞ্জয়ী শহীদদের, যাঁদের কারণে বাংলা ভাষা আপন মর্যাদায় প্রতিষ্ঠা পেয়েছে, আমরা পেয়েছি বাংলাদেশ। রাত ১২টা এক মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তাঁরা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। এর মধ্য দিয়ে শুরু হয় ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পালা। এরপর একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মন্ত্রিপরিষদের সদস্যরা, কূটনীতিকেরা, তিন বাহিনীর প্রধানেরাসহ আরও অনেকে। প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিরোধীদলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তাঁর দলের নেতা-কর্মীরা। এরপর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা শ্রদ্ধা জানান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।