আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করুন

অলসদের দিয়ে কী আর হয়। আলসেমি ছাড়া! ভাষার জন্য আমাদের সবারই যথেষ্ঠ মায়া, ভালবাসা আছে। আমরা সবাই কিছু না কিছু ভাষার জন্য করতে চাই, মায়ের ভাষার মর্যাদা সমুন্নত রাখতে চাই। একেক সময়ে এই দাবী একেক ধরনের কাজ দাবী করে আমাদের কাছে। ‘৫২র ভাষা আন্দোলনের সময় সেটি যে রকম ছিল আজ সেরকম নয়।

এখন ভাষার জন্য কাজ করাটা সহজও। যেমন হলো বাংলা ভাষায় মুক্ত আধেয় (কন্টেন্ট) তৈরি করা। এর সবচেয়ে বড় কাজটি শুরু হয়েছে ২০০৪ সালে। ইন্টারনেটে বাংলা ভাষায় একটি জ্ঞানকোষ তৈরির কাজ। বাংলা উইকিপিডিয়া।

বাংলা উইকিপিডিয়ার একটি চমৎকার বর্ণনা পাওয়া যাবে রাগিবের এই লেখায় । ২০০৭ সাল থেকে প্রতিবছর আমরা বইমেলার সামনে দাড়াই, একটা ব্যানার নিয়ে। সেখানে লেখা থাকে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করুন। কেহ জানতে চাইলে তাকে আমরা বিষয়টা বলি। বলি, একটি মুক্ত জ্ঞানকোষের জন্য আমরা চেষ্টা করছি।

আপনিও আমাদের সঙ্গে থাকতে পারেন। অথবা একা একাই যুক্ত হতে পারেন এই কার্যক্রমে। এবছর আমরা এই সমাবেশটি ছড়িয়ে দিতে চাই সারা দেশে। নিজের এলাকায় অনন্ত একজন লোককেও যদি আপনি বলেন তাহলে সেটিও কাজে লাগবে। এটি হলো আহবানের অংশ।

তিনটি ইভেন্টের ফেসবুক লিংক এখানে দেওয়া হল— কেন্দ্রীয় সমাবেশ, ঢাকা চট্টগ্রাম সিলেট নোয়াখালি অন্যরা তাদেরগুলো এখানে যোগ করতে পারবেন। আহবান ছাড়াও আর একটি কাজ আপনি করতে পারেন ২১ তারিখে। বাংলা উইকিপিডিয়াতে একটি লাইন যোগ করতে পারেন!!! সবার সেকেন্ড ডিফারেন্সিয়াল নেগেটিভ হোক। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।