আমাদের কথা খুঁজে নিন

   

ন্যায়ের পথে আজকে থেকেই লড়াই শুরু কর, নাহলে কালকে খুব ক্ষুদ্র অন্যায়ের সামনেও তুমি মুখ থুবড়ে পড়বে। কখনো সাহস হারাবে না, তোমার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাই অনেক কিছু বদলে দিতে পারে। মনে রেখ, তুমি যে বলশালী গাছগুলো আজ দেখতে পাও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাক

প্রিয় এই ব্লগটিকে আপনাদের কাছে রেখে যাচ্ছি। হে প্রিয় ব্লগার, ভালো থাকুন সবসময়। ন্যায়ের পথে আজকে থেকেই লড়াই শুরু কর, নাহলে কালকে খুব ক্ষুদ্র অন্যায়ের সামনেও তুমি মুখ থুবড়ে পড়বে। কখনো সাহস হারাবে না, তোমার ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাই অনেক কিছু বদলে দিতে পারে। মনে রেখ, তুমি যে বলশালী গাছগুলো আজ দেখতে পাও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে, সেগুলো একদিন ছোট্ট একটি বীজ ছিল মাত্র শুরুতে ব্যাপারটা খেলা মনে হলেও আসলে এটা খেলা না, এটি একটি যুদ্ধ।

যেখানে একটি দেশের কিছু মানুষ তার প্রতিবেশি দেশের হাত থেকে বাচার জন্যে, মানবতার পক্ষে যুদ্ধ ঘোষনা করেছে, শুধু ঘোষনাই না, যুদ্ধ শুরুও হয়ে গেছে। আমাদের দেশের মিডিয়া বা সরকার তেমন পাত্তা না দিলেও প্রতিপক্ষ ইন্ডিয়ার মিডিয়াতে বেশ ফলাও করে প্রচার করা হচ্ছে, তারা মুল মেসেজ বা কি কারনে যুদ্ধ তা সর্তপনে এড়িয়ে প্রচার হচ্ছে। India এখন Media Miniupulate করে NEWS করছে । কোথাও Hacking এর কারণ বলছে না, মনে হচ্ছে সর্বোপরি দোষ যেন বাংলাদেশের ( ! ), । সরকারকে দোষারোপ করছে, কিন্তু আমাদের দাবি-দাওয়ার ছিটাফোঁটাও জনগনের মাঝে তুলে না ধরে, তাদের সাধারণ জনগনের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালাচ্ছে ।

এটা তাদের হীনমন্যতা সম্পন্ন মানশিকতার নতুন একটা চাল ছাড়া কিছু না । আমি এক ইন্ডিয়ান কে চিনি, ইকটু আগে কথা বললাম। সে যা বল্লো তা শুনে আমার লোম খাড়াইয়া গেছে। ওদের MEDIA নাকি এমন ভাবে খবর ছড়াচ্ছে যে-আমাদের প্রতি আমাদের সরকারের কোনো নিয়ন্তন নাই, বাঙ্গালি নিমকহারাম, ৭১ এর কথা ভুলেগেছে, আমারা জঙ্গি হয়েগেছি, হিন্দুদের আঘাত করছি, ইত্যাদি- ইত্যাদি। আমি লিখে বুঝাতে পারবো না।

তাদের সাধারণ জনগনের কাছে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চালাচ্ছে, এটাকে ধর্ম –রাজনিতির রুপ দিতাছে। এমত অবস্থায় আমার মনে হয় একটা কাজ করা উচিত,আমারা যারা হ্যাকিং করতে পারি না, তারা Google সার্চ করে, বিভিন্ন company/মানুষের ই-মেইল সংগ্রহ করে ই-মেইল করব, যাতে আমাদের মহৎ উদ্দেস্য লিখা থাকবে। তারা ইমেইলের মাধ্যমে জানুক বাংলাদেশের মানুষের প্রাণের দাবী। তারা শিক্ষিত মানুষ, নিশ্চয়ই তাঁরা আমাদের কথা ভাববেন এবং সোচ্চার হবেন। তা যদি নাও হন, তারপরও তো আমাদের দাবী আমরা সাধারণ মানুষকে সরাসরি জানাতে পারাবো, তাই বা কম কিসের? খুব সংক্ষিপ্ত আকারে এবং দৃঢ় ভাষায় কেউ একটা মেইল লিখে দিতে পারবেন? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।