আমাদের কথা খুঁজে নিন

   

পিসি মেইনটেন্যান্সের সেরা সফটওয়্যারঃ Advanced SystemCare PRO v5.1- লেটেস্ট ভার্সন ১০০% অরিজিনাল লাইসেন্স- ফ্রি!!!

এই ব্লগবাড়ি ব্লগারের মতই ছন্নছাড়া । হুটহাট যা লিখতে ইচ্ছা করে, লিখে ফেলা হবে। বেশি ভাবাভাবির সময় নাই। আপডেটঃ প্রোমোশনের মেয়াদ শেষ। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে মোট ১০,০০০ পিসির জন্য এই প্রমোশনাল লাইসেন্স উন্মুক্ত করা হয়েছিল।

শুধুমাত্র এই পোস্ট থেকেই লাইসেন্সটি ব্যবহার করেছেন সামুর ৩৫০জনেরও বেশী ব্লগার। যারা সময়মত লাইসেন্স এক্টিভেট করতে পারেননি তাদের জন্য সমবেদনা। যারা পেরেছেন তাদের অভিনন্দন _____________ পিসি দিনদিন স্লো হয়ে যাচ্ছে? নতুন নতুন উইন্ডোজ লাগালে এত ফাস্ট চলে কিন্তু মাস যেতে না যেতেই এমন স্লো হয়ে যায় কেন?! - এই 'কেন' এর উত্তর অনেক। কঠিনভাবে বলতে গেলে উইন্ডোজ রেজিস্ট্রির মেদ-ভূঁড়ি বেড়ে যাওয়া, হার্ডডিস্ক ফ্র্যাগমেন্টেশন, ডিস্ক এরর, স্টার্টআপে আজাইরা প্রোগ্রাম লোড হয়ে র‍্যামে বসে থাকা ইত্যাদি ইত্যাদি। সহজভাবে বললে, এইসব সমস্যার কারন হল- "পিসির যত্ন না নেয়া" (পিসিও তো মানুষ!) উইন্ডোজ পিসির এমন হাজারো সমস্যা সমাধানে খুবই কার্যকরী ও চমৎকার একটি সফটওয়্যার- Advanced SystemCare ।

এর প্রো ভার্সন একাধারে পারফর্মেন্স টিউন-আপ, anti-spyware, privacy protection এবং সিস্টেম ক্লিনিংয়ের কাজ করে দিতে পারে । সফটওয়্যারটার ফ্রি ভার্সনও আছে একটা কিন্তু ঐটায় বেশিরভাগ অপশনই ডিসেবেল করা। আমি চালাচ্ছি লেটেস্ট ভার্সন ৫.১ প্রো। পাইরেটেড ক্র্যাক/ প্যাচ না; এক্কেবারে অরিজিনাল লাইসেন্স কী দিয়ে ডাউনলোড ও ইন্সটলঃ এই লিঙ্ক থেকে প্রোগ্রামটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। তারপর “Upgrade” বাটনে ক্লিক করে “Enter license”- এ নিচের কোডটি দিয়ে দিন - 9C98A-D3624-7CC7E-137D4 ফ্রি থেকে প্রোফেশনাল ভার্সনে আপগ্রেড হয়ে যাবেন।

ব্যাস, খেল খতম! $১৯'র ASC Pro ফ্রিতে হজম!  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.