আমাদের কথা খুঁজে নিন

   

সাইন-আপ করলেই পাবেন বোনাস ৫০ পয়েন্ট

নামায-আল্লাহ তা’য়ালার একটি বড় নিয়ামত ও রহমত। কাজেই যে কোন বিপদাপদ বালা মুসিবতের সময় নামাযের প্রতি মনোযোগী হওয়া প্রকৃতপক্ষে আল্লাহর রহমতের উপর ভরসা করা ব্যতীত অন্য কিছু নয়। আর অসহায় বান্দা যখন সাহায্যের জন্যে মহান শক্তিমান পরম দয়ালু আল্লাহর দরবারে উপস্থিত
ইউজার লেভেলঃ কম্পিউটারে ইংরেজি পড়তে জানলে হবে আসেন এবার শুরু করি। আমরা ইন্টারনেটে কিছু খুঁজতে গেলে যে সাইট গুলো সবছেয়ে বেশী ইউস করি তার মধ্যে GOOGLE,BING,YAHOO অন্যতম । আপনি কি বিশ্বাস করবেন শুধুমাত্র ইন্টারনেটে সার্চ দিয়ে আপনি পেতে পারেন ২৫$ (২৫ ডলার) এর একটা ভিসা কার্ড।

হে এটা সত্যি। এই কার্ড টি আপনি সারা পৃথিবীতে ব্যাবহার করতে পারবেন ক্রেডিট কার্ডের মত। এবার আসেন কিভাবে আমরা এই ভিসা কার্ড পেতে পারি সেটা জানি আপনাকে প্রথমে এইখানে রেজিস্ট্রেশান করতে হবে। রেজিস্ট্রেশান করে কাজ শুরু করে দিতে পারেন । তার আগে নিচের পেমেন্ট সিস্টেম টা একটু দেখে যান।

পেমেন্ট সিস্টেম । এছাড়াও সাইন-আপের সময় ইমেইলের এড্রেসবুকের সব কন্টাক্টকে ইনভাইট করার পারমিশন দিলে পাবেন ২০০ পয়েন্ট, এবং স্কোর টুলবার ডাউনলোড করলে বোনাস আরো ১০০ পয়েন্ট। এছাড়া প্রতিটা সার্চের জন্য ১ পয়েন্ট, ভোটের জন্য ২ পয়েন্ট, কমেন্টের জন্য ৩ পয়েন্ট। মোট ৬৫০০ পয়েন্ট জমলে দেয়া হয় একটা ২৫ ডলারের ভিসা গিফট কার্ড। যা আপনার বাসার ঠিকানাই পাঁঠিয়ে দেওয়া হবে।

ভোট দেয়ার জন্য আপনার মাউসের একটি ক্লিক এই যথেষ্ট। অর্থাৎ আপনি প্রতি ক্লিকেই ২ পয়েন্ট করে জমা করবেন। ২ লাইনের একটা কমেন্ট লিক্লে পাবেন ৩ পয়েন্ট করে । তার মানে ডেইলি ১০০ টা সার্চ এবং ভোট/কমেন্ট করলে ১৫ -১৮ দিনে ২৫ ডলারের একটা ভিসা কার্ড পাওয়া সম্ভব । আর আপনি যদি আপনার ফ্রেন্ড দের রেফার করতে পারেন তাহলে আরও আগে লুফে নিতে পারেন।

ইনভাইটেশন পয়েন্ট নিজের রেফরেন্সে অন্যকেউ জয়েন করলে তার পয়েন্টের ২৫% রেফরেল পয়েন্ট হিসেবে পাওয়া যাবে যা মোট পয়েন্টের সাথে যোগ হবে
 

সোর্স: http://www.somewhereinblog.net     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।