আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশের জাতীয় জ্ঞানকোষ দেখে, জ্ঞানের পরিবর্তে লজ্জিত হলাম

যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে নাকি একলা চলতে হয় .......... গুগলে সার্চ করতে গিয়ে হটাৎ চোখে পড়ল বাংলা পিডিয়া সাইটি। যার টাইটেল হচ্ছে Banglapedia- National Encyclopedia of Bangladesh. তাই কৌতুহল হল দেখার বাংলাদেশের জাতীয় জ্ঞানকোষটি। হোম পেইজে © Copyright Banglapedia 2006. All Rights Reserved লেখাটি দেখে ছোটখাট ধাক্কা খেলাম। মানে ২০০৬ পর নতুন কোন জ্ঞান আমাদের এই জাতীয় জ্ঞানকোষটিতে জায়গা পায়নি। আর এখন ২০১২।

যাই হোক, জ্ঞানকোষটি যে আরও বড় ধাক্কা নিয়ে অপেক্ষা করছিল তা কিন্তু তখনও জানা বাকিই ছিল । হোমপেইজে যথারিতি ভাষার ক্ষেত্রে ইংরেজি এবং বাংলা দেয়া আছে। বাংলা সিলেক্ট করে মোটামুটি আক্কেলগুরুম অবস্থা। বাংলা লেখা দেখা যাচ্ছে না। ভাল কথা বাংলা ফন্ট সম্যসা ।

কিন্তু বাংলা কোন সাইট দেখতে তো আমার পিসি থেকে সমস্য হয় না। কারন পর্যাপ্ত বাংলা ফন্ট ইনিষ্টল করা আছে । তার পরও সাইটি খুজে দেখালাম কোন ফন্ট দেয়া আছে কিনা। কিন্তু হতাশ হলাম। এই মহান! সাইটি তৈরি ইতিহাস জানতে গেলে দেখা যাবে।

বিশাল অংকের খরচ, বিশিষ্ট বিশিষ্ট বিজ্ঞজনের সমন্মিত কমিটি, প্রধানমন্ত্রী বা বিশিষ্ট কোন মন্ত্রী দ্বারা উদ্ধধনের অনুষ্ঠান আরও কত কি ! কিন্তু ফলাফল হল এই। জ্ঞান অর্জন করতে গিয়ে লজ্জিত হলাম। কিন্তু যাদের লজ্জিত হবার কথা, তারা লজ্জিত হবেন না। কারন তারা হয়তো লজ্জার উর্দ্ধে। বাংলাদেশের জাতীয় জ্ঞানকোষ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.