আমাদের কথা খুঁজে নিন

   

বনলতা নয় সুরঞ্জিত সেন!...

দেবতার দেবতা আমি মানুষ.. হাজার বছর ধরে পথ হাঁটিতেছি দিরাই এর পথে, নলুয়ার হাওর থেকে নিশীথের অন্ধকারে কালনী সাগরে, অনেক ঘুরেছি আমি অনুন্নতের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে গুপ্ত নগরে! আমি সচেতন প্রাণ এক চারিদিকে কালো বেড়ালের খালি ঘেন ঘেন, আমাদের আজীবন অশান্তি দিয়েছিলো দিরাই এর সুরঞ্জিত সেন! বাল তার কবেকার অন্ধকার বেদিশার আশা, মুখ তার তলদেশের ক্ষৌরোকার্য, অতি দূর সেলুনের পর বাল ফেলে যে নেতা খেলিতেছে পাশা! সবুজ ধানের দেশ যখন সে চোখে দেখে, কোটি কোটি টাকা ঘুষের ভিতর- তেমনি দেখেছি তারে দিরাই বাজারে; বলেছে সে,ভোট দিলে সব পাবেন কাকের নীড়ের মতো দাঁত কেলে দিরাই এর সুরঞ্জিত সেন। পাঁচ বছর ক্ষমতার মেয়াদ ফুরালে পায়ু বায়ু মাখা শব্দের মতন নিজের দূর্নীতির গন্ধ মুছে ফেলে চিল, সব নেতা পথে আসে সবাই চুকিয়ে যায় জনতার সব লেনদেন! থাকে শুধু প্রাইভেট কার মার্কেটে বসিবার দিরাই এর সুরঞ্জিত সেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।