আমাদের কথা খুঁজে নিন

   

আউয়ামিলিগ ও বি এন পি এর জন্য স্কুলের ২য় পিরিয়ড ফাঁকি দিয়ে আমার লিখা কবিতা '

?প্রশ্ন? স্বরচিত প্রেমিক হতে পেরেছি হতে পারি নি দেশপ্রেমিক। মাগো ৭১এ হয়েছিলাম একবার আর তো হতে পারি নি আজও আবার! তিতুমীর মাষ্টারদা যে আশা নিয়ে করেছিলেন আন্দোলন সে আশা কি আজও আমরা করতে পেরেছি পূরণ? মাষ্টারদা বলেছিলেন দেশকে স্বাধীন করতে হলে দিতে হবে প্রাণ। শেখ মুজিবও বলেছিলেন দিব আমরা প্রাণ। কিন্তু আজও কি আমরা দিচ্ছি না প্রাণ ? লাখো শহীদেরা দিয়েছিলেন প্রাণ রক্ষা করতে চেয়েছিলেন সংসদেরই মান। চেয়েছিলেন কি শুনতে তারা চুদুরবুদুরের গান? জয় বাংলা,জয় বাংলা বলে চিৎকার করি আজও আমরা। দেশের তরে সত্যিই আছি কি সকলে আমরা?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।