আমাদের কথা খুঁজে নিন

   

দীপ নিভে যায় না...

প্রকৃতিকে করো তব দাস-চে দ্য আইডল (ব্লগার নং - ৩১৩৩৯) কেউ কেউ লিখে রাখে রক্তের পোস্টার সবার থেকে আলাদা কিছু মুখ কিছু কিছু মানুষ - সাহসের দীপ্ত দীপশিখা হাজার ভেজা পাতার ভীড়ে প্রাণময় বর্ষার কদমফুল থাকে কিছু মানুষ; আলগোছে আলাদা লিখে রাখে রক্তশপথ গান "এই পথে আজ জীবন দেব, রক্তের বদলে ফাঁসি নেব" তারপর বর্ষাশেষে কাপুরুষ স্যাঁতস্যাঁতে তাপে ঝরে পড়ে আপাত দৃষ্টিতে প্রকৃতার্থে দীপ নিভে যায় না একটি শিখা থেকে আসে শিখার মিছিল একটি শিখার অন্তরালোয় হাজারো শিখা আনে নতুন দিন...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।