আমাদের কথা খুঁজে নিন

   

আমি পারব না ।

আমৃত্যু তারুন্যের সাধনা করে যেতে চাই । তারুন্যের ঝংকারে পঁচা-দুর্গন্ধময় সমাজের আবর্জনা দূর করে সুন্দর আগামী আমার অনুজদের উপহার দিতে চাই । শাসকের শাসানীতে, হায়েনার হুংকারে অত্যাচারীর উল্লাসে, নিপীড়িতের আর্ত-চিৎকারে আমাকে আটকে রেখো না, বদ্ধ ঘরে আবদ্ধ করে বন্দী করো না । সত্যি বলছি, আমি পারব না । আমার সহ্য হবে না ।

নরপশুদের দৃষ্টির লেহনে, মা-বোনদের সম্ভ্রমে আঘাত হেনে, উল্লাসে মেতে দাপিয়ে বেড়ায় যারা ভেঙ্গে চুরমার করব তার পিঠের দাঁড়া । সত্যি বলছি, এ তারুন্যের শপথ, আমায় আটকে বন্ধ করো না এ রথ । আমি বিবেকের অনলে দংশিত হয়ে তারুন্যের শপথে কলংকের দাগ দিয়ে বাঁচতে চাই না, বাঁচতে পারব না । আমায় ধরে রেখো না । আমাকে ছেড়ে দাও, যেতে দাও পিছুটানের মায়াজাল গুটিয়ে নাও ।

মুক্ত বিহঙ্গের মত আমি স্বাধীন হতে চাই ; পিছুটান, মায়া-মমতার ব্যবধান কাটায় । উত্তপ্ত রক্ত গটগট করে ফুটছে মিথ্যাকে ধুলিস্যাৎ করে সত্যের পতাকা উড়াতে চাইছে অনিয়ম অনাচার শেষ করতে চাই ; তাই, সত্যর ঝান্ডা উড্ডীন করে যাই । সত্যর ঝান্ডা হাতে, আমাকে এ পথ থেকে মিথ্যাকে সয়ে নীরবে ব্যাথা চেপে বুকে, ফিরাতে চেয়ো না, ফিরাতে পারবে না ; সত্যি বলছি, আমি পেছাতে পারব না । আমি শপথ নিয়েছি তারুন্যের সূচনায় বিলাব তারুন্য বিপ্লবের দূর্ভোগ-যন্ত্রনায়, ছিনিয়ে আনব মানুষের অধিকার দানব হতে, ঐ দানবদের বংশ নির্বংশ করব তারুন্যের শক্তিতে । অন্যায় হবে বিলুপ্ত আমারই বাহুবলে ন্যায়ের জন্য প্রান দিয়ে দিব হেসে খেলে ।

আমায় আটকিয়ো না মায়ার বাঁধনে ফিরিয়ো না আমায় ; ভয়ংকর শপথ শ্রবনে । সত্যি বলছি, ফেরার আর উপায় নেই, নিরুপায় আমি তারুন্যের মান রক্ষার্থেই, তাই, আমাকে ফেরাতে চেয়ো না ; সত্যি বলছি, আমি পারব না । _________#########___________ অনুর্বর মস্তিষ্কের সাধারন ভাবনার বহিঃপ্রকাশ করি কবিতায় । তাই এতে কবিতার শ্রীহানি হয় জানি । কিন্তু আমার যে ভীষন ভালো লাগে ! তাই আমি আশা করি শকুনেচোখা সমালোচক মহোদয়রা আমার লেখা সমালোচনায় ক্ষত-বিক্ষত করবেন ।

তাতে যদি, আমার স্পর্ধা কিছু বন্ধ হয় । _ লেখক । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.