আমাদের কথা খুঁজে নিন

   

সুমনুসংলাপ-৫১ (হোয়াইটওয়াশ-ব্লুওয়াশ-কোল্ডওয়াশ)(রম্য)

"You may like a situation which is not good for you And You may dislike a situation which is good for you." (Al- Quran) (বাংলাদেশ নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর লেখা) -ছেলে =মেয়ে - মুখে এত আটা মেখেছ কেন? = মেকাপকে আটা বল কেন? জান এই মেকাপের দাম কতো? - থাক! ঐ বিদেশী আটার দাম শুনে কাজ নেই, শুনলে কয়েকটা হার্টবিট মিস হয়ে যেতে পারে! = বুঝে শুনে কথা বলবা! মেকাপকে বলে কীনা... আটা?... আটা? - মেকাপ নেয়াতে তোমাকে অবশ্য নিউজিল্যান্ডার লাগছে! = সত্যি! অত দামী মেকাপ নিউজিল্যান্ডার না লেগে উপায় আছে? নিউজিল্যান্ডের মেয়েরা সত্যি যা সুন্দর! দেশটাও সুন্দর! - আমি কিন্তু সেই অর্থে তোমাকে নিউজিল্যান্ডার বলিনি... = তাহলে? কোন অর্থে বলেছ? - নিউজিল্যান্ডও হোয়াইটওয়াশ তুমিও হোয়াইটওয়াশ! = তুমি একটা আস্ত ... - কী? জানোয়ার? হতে পারি তবে যে সে জানোয়ার আমরা নই, আমরা হলাম টাইগার! তুমি অবশ্য কিউই... (নিউজিল্যান্ডের পাখি) = উঁহু! আমার নাম্বারে আসা বিভিন্ন এসএমএস থেকে বলা যায় আমি কিউই নই আমি হলাম কিউট... ভেরি কিউট! - হুঁ হোয়াইটওয়াশ কিউট! = তবেরে... কিউট এবার কুইট! - মানে? = আই কুইট! আমি চলে যাচ্ছি... - আরে আমিতো ঠাট্টা করছিলাম! = তুমি আমাকে হোয়াইটওয়াশ বলেছ না... আমি তোমাকে ব্লুওয়াশ করব! - ব্লুওয়াশ? কীভাবে? = আগামী একমাস আমার সঙ্গে কোনরকম যোগাযোগ করবে না। একমাস পর যদি দেখি পারফেক্ট ব্লুওয়াশ হয়েছ তবে বিবেচনা করব... বিদায়! - হায়! হায়! তাইলে বিরহে বেদনায় ব্লুওয়াশ হইতে হইতে কোল্ডওয়াশ হইয়া যাইতে পারি! = কোল্ডওয়াশ কী? - পটল তুলে অক্কা! = তুমি তো টাইগার! মারনা দেখি সেরকম একটা ছক্কা! ----------------------------

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।