আমাদের কথা খুঁজে নিন

   

পর্ণ ছবি- ফেইসবুক একাউন্ট হ্যাক করার নতুন পদ্ধতি !

" Life is just like surfing ,sometimes up and sometimes down" সামাজিক যোগাযোগ সাইটগুলো মানুষ আজকাল জীবনের একটি অংশ ভেবে নিয়েছে। নিঃসন্দেহে এর মধ্যে ফেসবুকই বেশী ব্যবহার করা হয়। তবে প্রাইভেসি সমস্যা, বার বার ভিউ পরিবর্তন, স্প্যাম এসব কারণে ফেসবুকের জনপ্রিয়তা বেশ খানিকটা কমে গেছে। আজকাল ফেসবুকে নব্য এক সমস্যা গজিয়ে উঠেছে। বিভিন্ন মানুষের নামে তার বন্ধুদের ওয়ালে কিছু পর্ণ ছবি বা ভিডিও আপলোড করা হচ্ছে।

এই ব্যাপারটি যখন ঘটছে এমনকি তখন এদের অনেকে হয়তো অনলাইনে ছিলই না!! এই ভিডিও/ ছবিগুলোতে দেখা যাচ্ছে যে - 'Hey **** check the sad post I dare you can watch this'……… এরকম কিছু কথা! দেখলে মনে হবে এটি একটি ভিডিও লিঙ্ক । কিন্তু এটি মোটেও ভিডিও লিঙ্ক নয়। মুলতঃ ফেইসবুক একাউন্ট হ্যাক করার নতুন পদ্ধতি এটি !!! ব্যাপারটি ফেসবুকে থাকা বন্ধুদের মাঝে মানুষের ইমেজ নষ্ট করছে। অনেকেই এই স্প্যাম সম্পর্কে জানে না, ফলে পরিচিত মানুষটি সম্পর্কে একটি বাজে ধারণা তৈরি হচ্ছে অনেকের। পরিচিত অনেক কাছের মানুষ সম্পর্কেই হয়ত ভুল ধারণা করে ফেলা হচ্ছে।

অনেকে ব্যক্তিগতভাবে কথা বলে জেনে নিচ্ছে তার পরিচিত মানুষটি এটি শেয়ার করেনি। অনেকে হয়ত ভুল ধারণা নিয়েই বসে থাকছে। অনেকে এমনকি আনফ্রেন্ড / ব্লক করেও দিচ্ছে। এক্ষেত্রে যা সবাইকে বলব, আপনারা এরকম লিঙ্ক দেখলে শুরুতেই মোবাইল বা অন্য কোন মাধ্যমে লিঙ্ক শেয়ারকারী ব্যক্তিকে জানান। আর ভুলেও নিজে এই লিঙ্কে ক্লিক করবেন না, অন্যদেরকেও এ ব্যাপারে সতর্ক করে দিন।

লিঙ্কটিতে ক্লিক করলে একটি নতুন ওয়েবপেইজ আসবে । সেখানে আপনাকে নতুন কোনো প্লাগ-ইন ইনস্টল করতে বলবে অথবা আপনার ফেইসবুক একাউন্ট এর ভ্যারিফিকেশনের জন্য আপনার ব্যক্তিগত ই-মেইল বা পাসওয়ার্ড চাইবে । কিন্তু ভুলেও সেই কাজ করবেন না, করে ফেললে আপনার ফেইসবুক একাউন্ট হ্যাক হয়ে যেতে পারে !! তাই সবার জন্য সতর্কবানী হচ্ছে এসব অশ্লীল, পর্ণ ছবি দেখলে ক্লিক করবেন না। এবং বন্ধুদেরকে ভুল বুঝবেন না। সবার জন্য শুভেচ্ছা নিরন্তর ।

ভালো থাকুন সবাই, আর এরকম লজ্জাজনক, বিব্রতকর পরিস্থিতি এড়াতে এই জরুরি বিষয়টি শেয়ার করুন সবার সাথে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.