আমাদের কথা খুঁজে নিন

   

লালবাগ কেল্লা- কাপলদের লালে লালায়িত

বাংলা মোদের সোনার বাংলা/নুরের বাংলা হয়ে যায়/বাংলা ভাষা অজানা মোর/ দিলে কিছু কয়ে যায়।। এই প্রতিবেদন লিখছি লালবাগ কেল্লা থেকে, আমি এবং আমার মতন কিছু একা পাখি এখন অবস্তান করছি... কপোত কপোতীদের অবস্তা পর্যবেক্ষণ করতে। সর্বশেষ অবস্তা হল এইখানে এখন অজস্র কাপল। ললনারা অধিকাংশ ই লাল কিংবা হলুদ শাড়ী পরিহিত, তবে কেউ কেউ অতি আধুনিক বিধায় অত লম্বা শাড়ির ফাঁদে আটকাতে চায় না...তারা গতানুগতিক ধারার পশ্চিমা ড্রেস পরিহিত। খুব স্বাভাবিক ভাবেই সবার হাতে রঙ বেরঙের ফুল।তবে, বিস্ময়ের সাথে লক্ষ্য করা যাচ্ছে যুবকদের হাতে কোনও উপহারের ব্যাগ না থাকলেও ললনাদের হাত ভরপুর। একটি বিশেষ দল সার্ভে করে দেখেছে যে, কেল্লার রঙ আজ আরও বেশি লাল হয়ে গেছে যুবতীদের লিপস্টিকে [যুবকরা হয়তবা ক্লান্ত!!!] পরিস্তিতি নিয়ন্ত্রনে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে,পুলিশ নিরাপত্তার দিকে নজর দেয়ার সুযোগ পাচ্ছে না, তাদের দৃষ্টি ললনাদের বুকে নিবন্ধ। এতে তাদের দোষও অবশ্যই নেই, তাদের দেখতে বাধ্য করা হচ্ছে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.