আমাদের কথা খুঁজে নিন

   

۞ আমরা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলি কিন্তু পত্র লিখি কোন ভাষায়? ইন্টারভিউ দিই কোন ভাষায়? ۞

জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই। ফেইসবুকে চট্টগ্রামের ভাষা শিখানোর জন্য কয়েকটি গ্রুপ কাজ করছে। এই গ্রুপ গুলোতে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় লিখালিখি হচ্ছে। এই গ্রুপের মাধ্যমে সবাই চট্টগ্রামের আঞ্চলিক ভাষা শিখতে পারছে। তাদের এই মহৎ উদ্যেগকে স্বাগত জানাই।

কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে, ۞ আমরা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলি কিন্তু চট্টগ্রামের ভাষায় চিঠি লিখি না। ۞ চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলো আঞ্চলিক ভাষায় প্রকাশিত হয় না। ۞ চাকরীর জন্য দরখাস্ত লিখতে গেলেও আঞ্চলিক ভাষায় লেখা হয় না। ۞ চাকরীর জন্য ইন্টারভিউ দিতে গিয়েও আঞ্চলিক ভাষায় কথা বলা যায় না। ۞ অফিস-আদালতে ও আঞ্চলিক ভাষার ব্যবহার হয় না।

۞ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানেও আঞ্চলিক ভাষায় কথা বলা হয় না। ۞ চট্টগ্রামের বাইরে অন্য কোন জেলায় ঘুরতে গিয়ে আঞ্চলিক ভাষায় কথা বলে না। ۞ চট্টগ্রাম শহরে বসবাসরত পরিবার গুলোতে বাবা-মায়েরা আঞ্চলিক ভাষায় কথা বললে ও সন্তানদের সাথে আঞ্চলিক ভাষায় কথা বলে না। ۞ আঞ্চলিক ভাষায় কথা বলতে অভ্যস্থ চট্টগ্রামের নাগরিকদের অনেকে শুদ্ধ করে কথা বলতে পারে না বলে বিভিন্ন সময় লজ্বা পেতে হয়। তাই আমি মনে করি, চট্টগ্রামের আঞ্চলিক ভাষা আমাদের গর্ব।

চট্টগ্রামের আঞ্চলিক ভাষা আমার মায়ের ভাষা। কিন্তু আঞ্চলিক ভাষার পাশাপাশি আমাদেরকে অন্যান্য ভাষা ও শিখতে হবে। শুদ্ধ করে উচ্চারণ করতে হবে। আমাদের সন্তানদেরকে ও শেখাতে হবে----------  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।