আমাদের কথা খুঁজে নিন

   

অ-প্রেরিত প্রেমের চিঠি।

আমার খুব ইচ্ছা করে আমার প্রিয় মানুষকে মানে আমার প্রিয়তমা কে একটা চিঠি লিখি, আমার হাতের লেখা যদিও ভাল না। কিন্তু এই প্রযুক্তির যুগে তা আর হয়ে উঠে না। তারপরেও আমার প্রবল ইচ্ছার কারনে একদিন খাতা কলম নিয়ে বসে পড়লাম লিখতে, লিখে ফেলাম কিন্তু সেটা পোস্ট-অফিসে আর কোনদিন দেওয়া হল না। এতদিন পরে ছিল, কিন্তু ভাবলাম এটা কি প্রকাশ করা হবে না। শেষ পর্যন্ত সেই প্রযুক্তি আমাকে করে দিল প্রকাশ করার ব্যবস্থা।

(ভূল হলে সংশোধন করে দেবেন, আমার লেখা প্রথম চিঠি) প্রিয়তমা, এই মৃদু শীতের সকালের আমার মন উজার করা ভালোবাসা নিয়। আমার ভালোলাগা, ভালোবাসা, আশা আকাঙ্খা, চিন্তা-চেতনা, আনন্দ, দুঃখ-বেদনা, সব- সবটুকু শুধু তোমাকে নিয়ে, তোমাকে ঘিরে। তোমাকে যখন আমি “মনি” বলে ডাকি তখন আমার অনেক ভাললাগে। সবচেয়ে বড় কথা হলো আমি তোমাকে আবিস্কার করেছি একটু একটু করে। মনের চোখ দিয়ে তোমাকে দেখেছি।

মন বলে সর্গ থেকে ঈশ্বর তেমাকে পাঠিয়েছে শধু আমার জন্য। তুমি আমার মনের সবটুকু জায়গা দখল করে আছো। আমার মাঝে মাঝে মনে হয় তুমি দেবী হয়ে এসেছো আমাকে তোমার মন উজার করা ভালোবাসা দিতে। আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাস। তুমি এমনটি করে সারা-জীবন আমাকে ভালোবেসো লক্ষীটি।

আমি একসময় মনে করতাম আমার এই অভাগা মন কখোনো কাউকে দেওয়া হবে না কিন্তু তোমার ভিতরে কি দেখেছিলাম কে জানে ফলে মুহূর্তেই তোমাকে ভালোবেসে ফেললাম। আমার মনে হয় তোমাকে ভালবেসে আমি আমার জীবন টাকে নতুন করে পেলাম। আমি আজো জানি না আমি তোমাকে আমার জীবনে সব সময় সুখে-দুঃখে কাছে পাবো কিনা তবে আমার বিশ্বাস পাবো। তুমি তোমার সবটুকু ভালোবাসা দিয়ে আমাকে তোমার মনের সাথে সবসময় বেধে রাখবে এইটুকু কেবল তোমার কাছে আমার চাওয়া। আমি তোমাকে কখোনো কষ্ট দিতে চাই না, তার পরেও যদি আমার কোন ব্যবহরে তুমি কষ্ট পাও কোনদিন আমাকে বলো আমি সেটা সংশোধন করার চেষ্টা করব।

প্রিয়তমা আমার তোমার মন খারপ থাকলে যে আমার কত কষ্ট হয় সে তোমাকে বলে আমি মনে হয় কখোনো বুঝাতে পারবোন না, তুমি কেন বুঝনা তারপরেও তুমি এত মন খারাপ কর। তোমার ওই মুখ, ওই হাসি, ওই দু’নয়ান আমার সারাটা দিন-সরাটা বেলা দেখতে ইচ্ছা করে। আমার প্রিয়তমা তুমি আমার থেকে সারা বেলা- সারা জীবন। ইতি তোমার ভালবাসা। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।