আমাদের কথা খুঁজে নিন

   

জানতে চাই গীর্জায় কেন ঘন্টা বাজানো হয়? @ব্লগার কৌশিক ভাইয়া

দেখিয়া শুনিয়া চরম বিরক্ত প্রিয় ব্লগার কৌশিক ভাইয়া: গতকাল আপনার একটা পোস্ট এসেছিল "মাইকে কেন আজান দেয়া হয়?" আপনার ঐ পোস্টটি স্মরণাতীত কালের মধ্যে সবচে সময়াপোযোগী, বস্তু নিষ্ঠ, তথ্যবহুল, ও অসাম্প্রদায়িক ছিল বলেই আমি মনে করি। কি যে ভালো লেগেছে ঐ পোস্টটা আমার তা আপনাকে বোঝাতে পারব না!! আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জানি না কতকাল যাবত এমন একটি পোস্টের আশায় কি দারুনভাবে এতদিন পর্যন্ত অপেক্ষায় ছিলাম !! বাকিদের কথা জানি না- তবে আমি আমার উপলব্ধির কথা বলতে পারি। আমি মনে হয় বলা যায় অনন্তকাল যাবৎ বসে আছি কবে ভাইয়া উক্ত অসাম্প্রদায়িক পোস্টটি প্রসব করবেন! মনে হয় এতদিন পরে গতকাল ভাইয়ার লেবার পেইন উঠেছিল । তারপরই নে হয় ভাইয়া অমন সুন্দর করে হড়বড়িয়ে পোস্টটি প্রসব করতে পেরেছিলেন! ফলাফল স্বরূপ আমরা পেলাম স্বস্তি আর ভাইয়ার ও পেট নামল। যাই হোক ভাইয়া, কথা হলো আমার কম্পিউটারে কি এক সমস্যা দেখা দেওয়ার কারনে আপনার ঐ বিশেষ পোস্ট টা খুঁজে পাচ্ছি না।

পোস্ট টির লিংকটা কি একটু দেয়া যাবে ভাইয়া? যাই হোক গতকালের একটা বিশেষ ঘটনা যা না বললেই নয়, ওটা বলার জন্যই আসলে পোস্টের অবতারনা। গতকাল আকাশে ছিল চাঁদ। আমি পিসি তে সামু খুলে ভাইয়ার "মাইকে কেন আজান দেয়া হয়?" এই পোস্টের জন্য তীর্থের কাকের মত বসে আছি। পোস্ট তখনও আসেনি। হঠাৎ খেয়াল করলাম বাইরে জানালার ঠিক পাশেই ( বি:দ্র: আমার কম্পিউটার টেবিল টা আবার জানালার পাশে) ডালিম গাছের ডালে বসে একটি চাতক পাখী অদ্ভূত নয়নে আমার পিসির দিকে তাকিয়ে আছে!!!আমি তো পুরাই টাস্কিত !! আমি অবাক হয়ে পাখিটিকে বললাম "হে চাতক পাখি: তুই কেন চাঁদের পানে না তাকিয়ে স্ক্রীণপানে তাকিয়ে আছিস"।

চাতক বলল "আমি কৌশিক ভাইয়ের আযানের পোস্টটির জন্য অপেক্ষা করছি "। দেখুন একটি চাতক পাখি, তারও ঐ পোস্টটির জন্য কি অপেক্ষা!!চাতক পাখিটির বা কি দোষ যেখানে আমরা মানুষ হয়ে চাতক পাখির মত ভাইয়ার "মাইকে কেন আজান দেয়া হয়?" পোস্টটির অপেক্ষায় ছিলাম!! একটু আগে পাশ্ববর্তী চার্চ থেকে একদল খ্রিস্টান ছেলে পেলে এসে হাজির হয়েছিল। ওরা আমার মারফত ভাইয়া আপনার কাছে জানতে চেয়েছে " ওদের গির্জায় শুধু ঘন্টা কেন বাজে? কেন মিনিট বা সেকেন্ডের কাঁটা বাজে না?" আমি বললাম "কৌশিক ভাইয়া তো আমাদের ইয়ে - উনি সব জানেন। আমি আরও বল্লাম "দাড়াঁও। আমি পোস্ট দিচ্ছি।

ভাইয়া ঠিকই উত্তর দিবেন। " ওরা নাকি ওদের বাবা মা চার্চের ফাদার সবাইকে জিগ্গেস করেছিল একই প্রশ্ন। সবাই নাকি বলেছে " আমরা কেউ কিচ্ছু জানি না। কোন জিনিস কেন বাজে জানে শুধু কৌশিক!!" কাল নাকি হিন্দু পাড়া থেকেএকদল ছেলেপেলে আসবে শুনলাম। জানি না ওরা কি প্রশ্ন করবে।

বলা যায় না এমন প্রশ্নও করে বসতে পারে : "পূজায় ঢাক বাজানো হয়, মাথার টাক কেন বাজানো হয় না?"। কালকের কথা কালকে। এখন যাই। উত্তরের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন আপনার পোস্টমুগ্ধ গরম গরম সিঙ্গাড়া ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.