আমাদের কথা খুঁজে নিন

   

জানতে জানতে জানোয়ার

চুশীল/প্রগুদিশীল/প্রচুদিশীল ব্লগার দ্বারা সাম্প্রদায়িক ঘোষণা করা হয়েছে।

সামু ব্লগ আমাদের বাংলা ডিকশনারীকে (আমি আগে ডিস্কোনারী বলতাম) সমৃদ্ধ করেছে। নতুন নতুন অনেক শব্দের জোগান দিয়েছে। কয়েক দিন আগে একজনের পোস্টে কিছু প্রবাদ-প্রবচন বা "এককথায় প্রকাশ" আবিস্কার করা গেছে। দেখুনঃ ১।

খেলে যে = খেলোয়ার (এটাকে মৌলিক ধরা হয়েছে) ২। বকে যে = বেকুব ৩। লেখে যে (মতান্তরে, লে + খোয়াড় = লেখোয়ার) = লেখোয়ার ৪। জানে যে = জানোয়ার ৫। তেল দেয় যে = তেলোয়ার প্রসঙ্গক্রমেঃ ৫।

রাজাকার = পাকিস্তানের পক্ষে এদেশীয় দোসর ৬। ভাজাকার = ভারতের পক্ষে এদেশীয় দোসর ৭। ভাকুর = ভারতে জন্মা এদেশে পালিত কুকুর ৮। ভাদা = ভারতের দালাল ৯। পাদা = পাকিস্তানের দালাল ব্লগে সদ্য আবির্ভূত হওয়া এক াবালকে উৎসর্গ করে এই পোস্ট দেয়া হলো।

অন্য কেউ না বুঝলেও সে ঠিকই বুঝবে, যদিও সে একজন উচ্চমার্গীয় াবাল। ধন্যবাদ সবাইকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.