আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগ সমাজে ব্ল্যাক আউট, কিন্তু কার জন্য । কিছু শয়তান ছাড়া কি স্বাধীনতা অক্ষুন্ন থাকবেনা ??

Why does life keep teaching me lessons, i have no desire to learn. ফেসবুক জুড়ে দেখতেছি সবাই ব্ল্যাক আউটের ডাক দিছে । গ্রেফতারকৃত ব্লগারদের মুক্তিরদাবীতে । ব্লগাররা থাবাবাবাকে বাঁচানোর মত আরেকটা হিপোক্রেসিতে জড়িয়ে পড়ছেন, নাকি মাঠ ছেড়ে পালাচ্ছেন । কার মুক্তি চাইব আমি আগে আমাকে সেটা বুঝতে হবে । আসিফ - তাকে নিয়ে কি কোন ব্যাখ্যার দরকার আছে ?? যে আমাকে প্রতিনিয়ত আঘাত করে গেছে তার জন্য ?? আল্লামা শয়তান- আল্লামা নাম নিয়ে সে কি বুঝাতে চায়, শয়তানের আগে আল্লামা বসিয়ে ?? তার মুক্তির জন্য কেন আমার সময় ব্যয় করব ?? অপবাক ওরফে রাসেল.......ঘুরে দেখুন তার লেখাগুলি.......।

এরপর ডিসিশান নিন । এদের কাছে আমার ধর্ম নিরাপদ নয়, এই দেশ কিভাবে নিরাপদ হবে ?? কি দিয়েছে এরা দেশকে ?? তাদের জন্য কেন সব কালো করে দিতে হবে ?? এদের গ্রেফতারে বিদেশে কারা লাফায় ?? এরা তো আমাদের মুক্তিযুদ্ধের চেতনা না, এদের কাছে চেতনা শিখতে হবে নাকি ?? আজ তাদের হঠকারিতার জন্য মানবতাবিরোধী বিচার বাধাগ্রস্ত হতে চলেছে, এরা না থাকলে কি সব থেমে যাবে নাকি ?? বরং এরা না থাকলেই মসৃন চলত সব কিছু। মুক্তিযুদ্ধের পক্ষে কি এমন লেখা আছে এদের , কি এমন ইতিহাস তারা তুলে এনেছে । কালো করার আগে নিজেকে প্রশ্ন করুন। এই আসিফ শয়তান জেল থেকে বের হয়ে কালকে আবার আমার ধর্মকে আক্রমন করবে, নিজের ফেবুতে পাকিস্তানের পতাকা উরাবে, তার জন্য কেন আমার মায়া কান্না ।

টক শোতে সে ব্লগের বিবেক সাজে, তার লেখা পড়লে কোন পরিবার সন্তানকে ব্লগ করতে বাধা দিবেনা ? শয়তানের শয়তানি জানলে কে সেটা মেনে নিবে। ব্লগের উপর যেমন কোন আঘাত চাইনা, তেমনি এদেরকেও চায়না ঘৃনা ছড়াক অনলাইনে । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.