আমাদের কথা খুঁজে নিন

   

BBHH আমরা আছি তোমদের সাথেই

থলের বিড়াল খুজতেছি বাংলাদেশ-ভারত সাইবার ওয়ার নিয়ে সোশ্যাল নেটওয়ার্ক আর ব্লগ সাইটগুলোতে, আর কিছু নিউজ সাইট ঘুরে দেখলাম। বেশ কিছু পেজে দেখলাম বিপক্ষে অনেক কথা আসছে! আমি ব্যপারটায় দারুণ অবাক হয়েছি! এটার বিপক্ষেও মত থাকবে এটা আমি কখনোই ভাবতে পারিনি! কয়েকজন নামকরা সাংবাদিক কেও দেখলাম বিরোধিতা করতে। তাদের যুক্তি হলো, কুকুর কামড়ে দিলে আপনিও কি কামড়াবেন? কি ধরণের খোড়া যুক্তি! অবশ্য এটা নতুন নয়। বাংলাদেশ বলেই এটা সম্ভব। আমাদের দেশপ্রেমে প্রচুর ঘাটতি।

কেউ একজন এগিয়ে সামনে দাড়ালে আমরা কখনোই তাদের সাথে পেছনে গিয়ে দাড়াই না, দলটাকে শক্তিশালী করে তুলতে চেষ্টা করিনা! ভাবখানা এমন যে, যা বাবা, তুই একলাই মর! যেন আমরা ধরেই নিয়েছি কোন ভালো কাজে যোগ দেব না, ফলাফল ভাগ করে নেবো না! আমরা ধরেই নিয়েছি পরাজয় আমাদেরই হবে। তাই ভারতীয় সীমান্ত রক্ষীদের হাতে যেকোন প্রিয়জনের মৃত্যু আমরা মেনে নেবো মুখ বুজে, প্রতিবাদ করবো না! লাশের পর লাশ পড়বে, সীমান্তে বাংলাদেশীরা নির্যাতীত হবে, ভারতীয় কু-সংস্কৃতির আগ্রাসনে দেশীয় সংস্কৃতি ধুয়ে মুছে যাবে, আর আমরা মুখে কংক্রীটের হাসি ধরেই রাখবো, ধরেই রাখবো, ধরেই রাখবো...... বি এস এফের বেয়নেটের খোঁচা খেয়ে মারা যাবার আগ পর্যন্ত। আমি অন্য সব ব্লগারদের অনুরোধ করব তারা যে উদ্দেশে এই কাজ শুরু করেছ সেজন্য আমরা সবাই তাদের পাশে দাড়াই। এ প্রসঙ্গে নিচের মন্তব্য দেখুন এবং সিদ্ধআন্ত নিন: সীমান্তে হত্যা বন্ধের দাবি বাংলাদেশ-ভারত সাইবার-যুদ্ধ! বাংলাদেশ ও ভারতের কম্পিউটার হ্যাকাররা সাইবার-জগতে ওয়েবসাইট বেদখল ও অকার্যকর করার প্রতিযোগিতায় নেমেছেন। বিষয়টিকে এখন বলা হচ্ছে সাইবার-যুদ্ধ।

হ্যাকারদের ফেসবুক গ্রুপ, বিভিন্ন বাংলা ব্লগসাইটের একাধিক ব্লগে বাংলাদেশি হ্যাকারদের আক্রমণের হালনাগাদ তথ্য প্রকাশ করা হচ্ছে। বাংলাদেশি হ্যাকার পরিচয় দানকারীরা বলছেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সীমান্তে হত্যকাণ্ড ও অত্যাচার বন্ধের দাবিতে বাংলাদেশি হ্যাকাররা এই সাইবার-যুদ্ধ শুরু করেছেন। টিপাইমুখ বাঁধসহ অন্যান্য বিষয়ের কথাও তাঁরা বলছেন। ৯ ফেব্রুয়ারি ভিডিও আদান-প্রদানের ওয়েবসাইট ইউটিউবে ভারত সরকারের প্রতি একটি ভিডিও বার্তা প্রকাশ করে ‘বিডি ব্ল্যাকহ্যাট হ্যাকারস’। ভিডিওতে মুখোশ পরা একজন হ্যাকারকে যান্ত্রিক (রোবটিক) গলায় কথা বলতে দেখা যায়।

তাঁর বক্তব্য হলো, ‘হ্যালো বাংলাদেশের নাগরিকরা, আমরা বাংলাদেশ ব্ল্যাকহ্যাট হ্যাকারস। এখন সময় আমাদের চোখ খুলবার। বিএসএফ এক হাজারের বেশি বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে, তাদের গুলিতে আহত হয়েছে আরও ৯৮৭ বাংলাদেশি। অপহূত হয়েছে হাজারো মানুষ। এটি মানবতার বিরুদ্ধে অপরাধ।

তারা অবিচার করছে। সংকটময় এ মুহূর্তে বাংলাদেশি নাগরিক হিসেবে আমাদের কিছু দায়িত্ববোধ রয়েছে, আমরা চাই ভারত সরকার নিরপরাধ বাংলাদেশিদের হত্যা করা বন্ধ করুক। নতুবা আমরা ভারতীয়দের বিরুদ্ধে সাইবার-যুদ্ধ শুরু করব। এটি চলতেই থাকবে। ’ তথ্যমতে, গত ১৫ দিনে ভারতের বিভিন্ন ওয়েবসাইটে বাংলাদেশি হ্যাকাররা টুকটাক আক্রমণ চালালেও শুক্রবার রাত থেকে ব্যাপকভাবে আক্রমণ চলে ভারতীয় বিভিন্ন ওয়েবসাইটে।

পাল্টা আক্রমণ হিসেবে ভারতীয় হ্যাকাররাও বাংলাদেশের সরকারি-বেসরকারি বেশ কিছু সাইট অচল করে দেন। তবে গতকাল রোববার দেখা যায় বাংলাদেশের বেশির ভাগ আক্রান্ত সাইট ঠিকঠাক করা হয়েছে। অনলাইনের তথ্য অনুযায়ী, গতকাল রাত পর্যন্ত ভারতীয় প্রায় ১০ হাজার ওয়েবসাইটে হামলা চালানো হয়েছে বলে হ্যাকাররা দাবি করেছেন। এ ছাড়া হ্যাকাররা গতকাল বিএসএফের বিকল্প ওয়েবসাইট (bsf.nic.in) দখল করে সেটির প্রোগ্রামিং সংকেত (সোর্সকোড) উন্মুক্ত করে দেন। অপরদিকে ভারতীয় হ্যাকারদের দাবি অনুযায়ী বাংলাদেশের ৩০০ সাইটে আক্রমণ করা হয়েছে।

বাংলাদেশের ‘বাংলাদেশ সাইবার আর্মি’, ‘বিডি ব্ল্যাকহ্যাট হ্যাকারস’, ‘এক্সপায়ার সাইবার আর্মি’—এই তিনটি হ্যাকার দল এই সাইবার-যুদ্ধে নেতৃত্ব দিচ্ছে। কয়েকজন হ্যাকার এই প্রতিবেদককে জানান, ‘বাংলাদেশি হ্যাকারদের সমর্থন দিয়েছে আন্তর্জাতিক হ্যাকার দল ‘অ্যানোনিমাস’। এ ছাড়া পাকিস্তান, ইন্দোনেশিয়া ও সৌদি আরবের শক্তিশালী হ্যাকাররা বাংলাদেশি হ্যাকারদের সমর্থন দিয়ে গতকাল থেকে ভারতীয় সাইটে আক্রমণ করছেন। অপরদিকে ভারতের ‘ইন্ডিশেল’ হ্যাকার দল বাংলাদেশি সাইটগুলোতে আক্রমণে নেতৃত্ব দিচ্ছে। ইন্ডিশেল অনেকগুলো ভারতীয় ওয়েবসাইট থেকে বাংলাদেশি হ্যাকারদের হটিয়ে দিয়ে রোববার রাত পর্যন্ত সময় দিয়েছে।

এই সময়ের মধ্যে ভারতের সাইটগুলোতে আক্রমণ বন্ধ না করলে বাংলাদেশের ওয়েবসাইটগুলো আক্ষরিক অর্থেই গুঁড়িয়ে দেওয়া হবে বলে ইন্ডিশেল হুমকি দিয়েছে। প্রথম আলোয় পাঠানো ব্ল্যাকহ্যাট হ্যাকারস দলের একটি ই-মেইলে বলা হয়েছে, এই আক্রমণ চলতেই থাকবে। ওই ই-মেইলে বাংলাদেশের কোনো সাইট আক্রান্ত হলে বা আক্রমণ ঠেকাতে ওয়েবমাস্টারদের কী করতে হবে, তার পরামর্শও দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসচিব রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সাইবার-যুদ্ধের মতো কোনো ঘটনার কথা আমাদের জানা নেই। আমাদের সরকারি পাঁচটি সাইট গত শনিবার ঘণ্টা দেড়েকের জন্য বন্ধ ছিল, তবে তা হ্যাকিং কি না, নিশ্চিত নই।

’ সচিব আরও বলেন, ‘সরকারি ওয়েবসাইটগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় রক্ষণাবেক্ষণ করে। আমরা আইসিটি মন্ত্রণালয় থেকে অনেক সময় বিশেষজ্ঞ পরামর্শ দিয়ে থাকি। ’ তথ্যপ্রযুক্তির নিরাপত্তা পর্যবেক্ষণকারী সংস্থা বিডি সার্টের (কম্পিউটার ইমারজেন্সি রেসপন্স টিম) চেয়ারম্যান সুমন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘এসব হ্যাকিংয়ের ঘটনা মূলত তরুণ প্রজন্মের প্রোগ্রামাররা ঘটিয়ে থাকেন। তবে যেহেতু পাল্টাপাল্টি আক্রমণ হচ্ছে, তাই আমাদের দিক থেকে সতর্ক থাকতে হবে। আর এই হ্যাকিংকে রাজনীতির সঙ্গে জড়ানো ঠিক হবে না।

হ্যাকারদের অন্য কোনো উপায়ে দমন না করে সচেতন করতে হবে। তাঁদের বোঝাতে হবে, এসব করে কোনো ইতিবাচক ফল আসে না। ’ ছদ্মনামধারী বাংলাদেশি কয়েকজন হ্যাকার প্রথম আলোকে জানান, এখন বিচ্ছিন্নভাবে ভারতীয় ওয়েবসাইটে আক্রমণ চালানো হচ্ছে। সারা বিশ্বে এখন প্রায় এক হাজার হ্যাকার এতে সক্রিয় আছেন। তিনি হুমকি দিয়ে বলেন, ‘১০ হাজার ওয়েবসাইটে আক্রমণ কিছুই না।

আমাদের আসল আক্রমণ শুরুই হয়নি। ’ আরও কয়েকজন হ্যাকার জানিয়েছেন, বিএসএফ সীমান্তে হত্যা বন্ধ করছে না। বারবার বলেও কোনো কাজ হচ্ছে না। তাই এই আক্রমণ। ভারতের সাইট হ্যাক করলে দুনিয়াজুড়ে বাংলাদেশের দাবিদাওয়া ছড়িয়ে যাবে।

তাই আক্রমণ চলছে। ভারত সরকার দাবি মেনে নিলে আক্রমণ বন্ধ হবে। পাঠকের মন্তব্য অর্ক ২০১২.০২.১৩ ০২:৪৭ বাংলাদেশ-ভারত সাইবার ওয়ার নিয়ে সোশ্যাল নেটওয়ার্ক আর ব্লগ সাইটগুলোতে, আর কিছু নিউজ সাইট ঘুরে দেখলাম। বেশ কিছু পেজে দেখলাম বিপক্ষে অনেক কথা আসছে! আমি ব্যপারটায় দারুণ অবাক হয়েছি! এটার বিপক্ষেও মত থাকবে এটা আমি কখনোই ভাবতে পারিনি! কয়েকজন নামকরা সাংবাদিক কেও দেখলাম বিরোধিতা করতে। তাদের যুক্তি হলো, কুকুর কামড়ে দিলে আপনিও কি কামড়াবেন? কি ধরণের খোড়া যুক্তি! অবশ্য এটা নতুন নয়।

বাংলাদেশ বলেই এটা সম্ভব। আমাদের দেশপ্রেমে প্রচুর ঘাটতি। কেউ একজন এগিয়ে সামনে দাড়ালে আমরা কখনোই তাদের সাথে পেছনে গিয়ে দাড়াই না, দলটাকে শক্তিশালী করে তুলতে চেষ্টা করিনা! ভাবখানা এমন যে, যা বাবা, তুই একলাই মর! যেন আমরা ধরেই নিয়েছি কোন ভালো কাজে যোগ দেব না, ফলাফল ভাগ করে নেবো না! আমরা ধরেই নিয়েছি পরাজয় আমাদেরই হবে। তাই ভারতীয় সীমান্ত রক্ষীদের হাতে যেকোন প্রিয়জনের মৃত্যু আমরা মেনে নেবো মুখ বুজে, প্রতিবাদ করবো না! লাশের পর লাশ পড়বে, সীমান্তে বাংলাদেশীরা নির্যাতীত হবে, ভারতীয় কু-সংস্কৃতির আগ্রাসনে দেশীয় সংস্কৃতি ধুয়ে মুছে যাবে, আর আমরা মুখে কংক্রীটের হাসি ধরেই রাখবো, ধরেই রাখবো, ধরেই রাখবো...... বি এস এফের বেয়নেটের খোঁচা খেয়ে মারা যাবার আগ পর্যন্ত! অর্ক জয় বাংলা জয় বাংলা। ।

। জয় বাংলা জয় বাংলা। । । "৭১ এর হাতিয়ার... গর্জে উঠুক আরেকবার।

বীর বাঙালি কি-বোর্ড ধরো... ইন্ডিয়ান সাইট হ্যাক করো। " জয় বাংলা জয় বাংলা। । । জয় বাংলা জয় বাংলা।

। । রক্তে আমার নাচন উঠেছে, দিচ্ছে করে সব ছারখার বুলেট হয়ে আঙ্গুল চলছে শত্রুর হৃদয় হ্যাক করে ছারখার............ জয় বাংলা জয় বাংলা। । ।

জয় বাংলা জয় বাংলা। । । লড়াই লড়াই লড়াই চাই লড়াই করে বাচতে চাই. এই লড়াইয়ে জিতবে কারা সোনার বাংলার হ্যাকারেরা। জয় বাংলা জয় বাংলা।

। । জয় বাংলা জয় বাংলা। । ।

MOHAMMED NEJAM UDDIN বনি আহসান আপনারা নাকি হ্যাক্‌ড হইছিলেন...তো এখন কেমন আছেন? :o ahmad শাভাশ বাংলার দামাল, সব বাংলাদেশি হ্যাকার ভাইকে সালাম, আপনারাই তো আমাদের গর্ব । আমরা এই যুদ্ধে আপনাদের পাশে আছি এবং থাকব । JEWEL RANA আকরমন চালিেয় যা্ব,সাবাশ বাংলাদেশ sim sim সাবাশ !!!। carry on. we have to do something what our government cannot do... ২০১২.০২.১৩ ০২:৫৭ go and get them boys..... একজন হৃদয় ইসমাইল একজন হৃদয় ইসমাইল ২০১২.০২.১৩ ০২:৫৭ দূদান্ত একটি খবর । আশা করি বাংলাদেশ VS ভারতের এই সাইবার যুদ্ধ সীমান্ত হত্যা রোধে বিরাট একটি মাইলফলক সৃষ্টি করে বিশ্বকে তাক লাগিয়ে দেবে ।

প্রমান করে দেবে হ্যাকার মানেই অসত্‍ উদ্দ্যেশ্য নয় ,এখন হ্যাকার মানে অধিকার আদায়ের যোদ্ধা । তোমাদের প্রতি রইলো শ্রদ্ধা , হ্যাকার ভাইরা । ২০১২.০২.১৩ ০২:৫৭ বিএসএফ এক হাজারের বেশি বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে, তাদের গুলিতে আহত হয়েছে আরও ৯৮৭ বাংলাদেশি। অপহূত হয়েছে হাজারো মানুষ। এটি মানবতার বিরুদ্ধে অপরাধ।

............ Ashik Imran ২০১২.০২.১৩ ০২:৫৮ হ্যাকিং করতে পারি না, অনেক সময় পছন্দ ও করি নাই, কিন্তু এবার যে উদ্দেশ্যে এ যুদ্ধ শুরু হইছে, তাতে বাংলাদেশের অসম্ভব প্রতিভাবান এই কম্পিউটার বিশেষজ্ঞ দের আমার শুভকামনা থাকল। বিশ্বের অনেক হ্যাকার রা মানবতার খাতিরে বাংলাদেশ এর হ্যাকার দের সাথে যোগ দিয়েছে বলে শুনলাম। যাই হোক, অন্তত আমাদের দেশের অসম্ভব প্রতিভাবান তরুণ দের পালটা আক্রমণে অন্তত ভারত বুঝবে যে এদেশের মানুষের পক্ষে কথা বলার কেউ আছে এখনো। সমস্যা একটাই , আমি নিজে কম্পিউটার খুব ই কম জানি। আফসোস, না হলে তাদের হয়ত সাহায্য করতাম।

বনি আহসান বনি আহসান ২০১২.০২.১৩ ০২:৫৮ '৭১ এর হাতিয়ার... গর্জে উঠুক আরেকবার । বীর বাঙালি কী-বোর্ড ধরো... ইন্ডিয়ান সাইট হ্যাক করো । সকল বাংলাদেশি বাঙালি এবং স্পেশাল ভাবে হ্যাকার ভাইয়াদেরকে (বাংলাদেশের পক্ষে যারা) পহেলা ফাল্গুনের হলুদ শুচেচ্ছা জানাচ্ছি... RUSAF RUSAF ২০১২.০২.১৩ ০২:৫৯ http://www.airallahabad.gov.in/ Click This Link Massive Attack On INDIAN Sites http://mobifriends.in/ http://www.zone-h.com/mirror/id/16956326 http://harnet.co.in/ http://www.zone-h.com/mirror/id/16956002 http://goldstarenterprise.in/ http://www.zone-h.com/mirror/id/16955996 http://goldenhills.in/ http://www.zone-h.com/mirror/id/16955963 http://yelagiriresidency.com/ http://www.zone-h.com/mirror/id/16953282 http://vmsms.com/ http://www.zone-h.com/mirror/id/16953304 http://vmfoundation.in/ http://www.zone-h.com/mirror/id/16953313 http://heritagewiki.org/ http://www.zone-h.com/mirror/id/16956015 http://hindustanmarry.com/ http://www.zone-h.com/mirror/id/16956022 http://instantrecharge.in/ http://www.zone-h.com/mirror/id/16956035 http://intairatailings.com/ http://www.zone-h.com/mirror/id/16956039 http://kalaitamilmutram.com/ http://www.zone-h.com/mirror/id/16956056 http://kanaiyazhi.com/ http://www.zone-h.com/mirror/id/16956059 http://kanithamil.com/ http://www.zone-h.com/mirror/id/16956062 http://keechkeech.com/ http://www.zone-h.com/mirror/id/16956077 http://kgiconnect.com/ http://www.zone-h.com/mirror/id/16956082 http://kovansoft.com/ http://www.zone-h.com/mirror/id/16956089 http://kpenneswaran.com/ http://www.zone-h.com/mirror/id/16956100 http://learnanddesign.com/ http://www.zone-h.com/mirror/id/16956121 http://madaimattru.com/ http://www.zone-h.com/mirror/id/16956121 http://makkalmanasu.com/ http://www.zone-h.com/mirror/id/16956204 http://malarvanam.in/ http://www.zone-h.com/mirror/id/16956208 http://manavivaha.com/ http://www.zone-h.com/mirror/id/16956228 http://mugilsaran.com/ http://www.zone-h.com/mirror/id/16956351 http://mytitbits.com/ http://www.zone-h.com/mirror/id/16956378 http://mytitbits.info/ http://www.zone-h.com/mirror/id/16956385 http://nineten.in/ http://www.zone-h.com/mirror/id/16956395 http://ovrchandran.nineten.in/ http://www.zone-h.com/mirror/id/16956414 http://onely1.com/ http://www.zone-h.com/mirror/id/16956423 http://palanibaba.com/ http://www.zone-h.com/mirror/id/16956427 http://peoplespectrum.com/ http://www.zone-h.com/mirror/id/16956439 http://planfirst.co.in/ http://www.zone-h.com/mirror/id/16956453 HackeD by BANGLADESH CYBER ARMY mirza ahmed God speed to our Bangladeshi Hackers. Carry on.. its time to show some actions.... H. M. Ashik Alahi শাবাস, বাঘের বাচ্চারা। আমরা যদি না জাগি মা ক্যামনে সকাল হবে? Zulfikar আরও কয়েকজন হ্যাকার জানিয়েছেন, বিএসএফ সীমান্তে হত্যা বন্ধ করছে না। বারবার বলেও কোনো কাজ হচ্ছে না।

তাই এই আক্রমণ। ভারতের সাইট হ্যাক করলে দুনিয়াজুড়ে বাংলাদেশের দাবিদাওয়া ছড়িয়ে যাবে। তাই আক্রমণ চলছে। যুক্তি একেবারে উপহাস করার মত না, বর্তমান বিশ্বে তথ্যপ্রযুক্তির মাধ্যমে বিশেষ করে অনলাইন ব্লগ ফোরামে খুব দ্রুত বিশ্বের দরবারে উপস্থাপন করা যায়, এদের দাবিও যুক্তিযুক্ত। বীর বাঙ্গালী কী-বোর্ড ধর. বাংলাদেশ স্বাধীণ কর! Shah Md. Shamsul Alam Shah Md. Shamsul Alam ২০১২.০২.১৩ ০৩:০২ we will destroy the indian cyber space.... attack continue until............... B Islam Miah B Islam Miah ২০১২.০২.১৩ ০৩:০২ Well done all Bangladeshi hacker !! we are proud of you .. go ahead khalilur rahman faysal khalilur rahman faysal ২০১২.০২.১৩ ০৩:০২ সাবাস সাবাস !! ৭১ এর যুদ্ধ ছিল পাকিস্তানের বিরুদ্ধে, আর এখনের যুদ্ধ হল ভারতের বিরুদ্ধে!! তখন অস্ত্র হাতে, এখন কীবোর্ড হাতে!! আমরা হারতে জানিনা, জান দিয়ে হলেও জিতেছি, জিতছি এবং জিতবো... হ্যাকারদের বলছি: শুধু একটি কাজ যেন ভুলবশত আবেগপ্রবণ হয়েও আপনাদের কোনো সদস্য না করে সেদিকে খেয়াল করবেন।

কোন হাসপাতাল অথবা চিকিৎসাকেন্দ্রের ওয়েবসাইট আর গুরুত্বপুর্ণ তথ্যসমূহ যাতে ক্ষতিগ্রস্ত না করা হয়। আমাদের উদ্দেশ্য কারো ক্ষতি করা নয় আমাদের আসল উদ্দেশ্য হল বিএসএফের বর্বরতা পুরো বিশ্বের সামনে তুলে ধরা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিসচিব রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সাইবার-যুদ্ধের মতো কোনো ঘটনার কথা আমাদের জানা নেই। আমাদের সরকারি পাঁচটি সাইট গত শনিবার ঘণ্টা দেড়েকের জন্য বন্ধ ছিল, তবে তা হ্যাকিং কি না, নিশ্চিত নই। ’!!!!!!!!!!! সচিব সাহেব হ্যাকিং কি ওইটা জানেনতো???????? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।