আমাদের কথা খুঁজে নিন

   

প্রাণিজগতের অজানা রহস্যঃ ফাইন্ডিং নেমো (Finding Nemo) এর সেই মাছটি কি মনে পড়ে?

বন্যপ্রাণীদের বাঁচান, পরিবেশ রক্ষা করুন ২০০৩ সালের যে ছবিটি এনিমেশন জগতের সবকিছু উলটপালট করে দিল সেই ছবিটি হল এনিমেশন ক্যাটাগরিতে অস্কার বিজয়ী ও লক্ষ লক্ষ মানুষের হৃদয় জয় কারা "ফাইন্ডিং নেমো (Finding Nemo)"। সন্তান হারানো বাবা তার নেমোকে খুঁজতে গিয়ে অনেক কঠিন এক অভিযাত্রার ঘটনা নিয়ে এই ছবি। প্রাণিজগত নিয়ে নির্মিত এই এনিমেশন ছবিটি পৃথিবীর লক্ষ কোটি মানুষকে মুগ্ধ করেছে পেয়েছে ব্যাপক ব্যবসা সফলতা। সিনেমা দেখেন অথচ নেমোকে চিনেনা এই রকম মানুষ পৃথিবীতে খুব কমই আছেন। কিন্তু যদি প্রশ্ন করা হয় এই নেমো (Nemo) মাছটি কোন প্রজাতির তাহলে প্রায় সবাই হয়ত থমকে যাবেন।

এই মাছটি ছিল Perciformes বর্গের Pomacentridae গোত্রের এক প্রকার মাছ যার ইংরেজি নাম হল Orange clownfish ও বৈজ্ঞানিক নাম Amphiprion percula. কমলা রঙের শরীরের উপর সাদা সাদা ডোরার অত্যন্ত সুন্দর এই মাছটি প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগরে দ্বীপের কাছাকাছি কোরাল এলাকায় বসবাস করে। অবাক হবার ব্যাপার হল সকল clownfish জন্মের সময় পুরুষ হয়ে জন্মায় এবং তারা তাদের সেক্স পরিবর্তন করতে পারে স্ত্রী হতে পারে। এরা দলবদ্ধ হয়ে বাস করে এবং দলের নেতৃত্বে থাকে একজন স্ত্রী মাছ। এই স্ত্রী মারা গেলে অন্য একটি প্রজননক্ষম পুরুষ তার সেক্স পরিবর্তন করে স্ত্রীতে রূপান্তরিত হয়ে যায় ও ডিম পেরে বংশ টিকিয়ে রাখে। প্রাণিজগত নিয়ে মজার মজার অজানা তথ্য জানতে এই পেইজে দেখুন।

প্রাণিজগতের অজানা রহস্য  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।