আমাদের কথা খুঁজে নিন

   

উপদেশ গ্রহণ কর

বন্ধু! তুমি প্রতিনিয়ত বরফের মত গলে যাচ্ছো,ফুলের মত ঝরে যাচ্ছো,জ্বলন্ত সিগারেটের ন্যায় জ্বলে জ্বলে নিঃশেষ হয়ে যাচ্ছো । প্রকৃতির টানে মছেমোহ পানে ক্ষয় করে দচ্ছো তোমার আয়ূ । কেন ?বল । তোমার জীবনতো শুধু সামান্ন বাতাস। বাতাসের যেমন নেই কোন স্থীরতা, তোমার জীবনওতো তেমনি অস্হীতিশিল টলমল কচু পাতার পানি।

তোমার জীবন অধ্যায় হতে কত ডায়রী কত কেলেন্ডার বিদায় নিয়েছে । বিদায় নিয়েছে তোমার কত প্রিয়জন । সেই সঙ্গে তুমিওতো বিদায় হয়ে যাচ্ছো,এগুচ্ছো মন্থর গতিতে, তুমিতো কবরের দিকে অগ্রসর হচ্ছো । মাটি থেকে উৎপাদিত খাদ্য ও ঔষধ খেয়ে যে দেহ লালন করছ সে দেহ এ মাটিইতো একদদিন খেয়ে ফেলবে। ভেঙ্গে চুরমার করে দেবে তোমার দেহভাস্বর।

অহমিকার চাদরে আবৃত হয়ে আর কত ঘুরবে। দম্ভভরে চলবে এ মাটির উপর । পরিমার্জিত জীবন গড়। জীবনের ফসল ভূমিতে আমলের চাষাবাদ কর। জীবনকে রাঙাও আল্লাহ ও রাসূলের রঙে ।

(মাওলানা আব্দুর রাজ্জাক) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।