আমাদের কথা খুঁজে নিন

   

শিবির-ভক্ত আমার সেই জানের ভাইয়েরা কোথায় গেলেন ??

স্বার্থপরতাকে ঘৃণা করি তীব্রভাবে কলেজে ভর্তি হওয়া নিয়ে তখন রীতিমতো আমার অবস্থা খারাপ !! কারণ বাড়ি থেকে কড়া নির্দেশ দেওয়া হইল যে বাংলাদেশে শুধুমাত্র নটরডেম কলেজে পড়লেই সাফল্য নিশ্চিত নাইলে এলাকার সরকারী কলেজে পড়া অনেক ভালো । কিন্তু নটরডেমে ভাইভা হইতে আমাকে হৃদয়বিদারকভাবে বিদায় নিতে হইল !! কি আর করা , বিরস বদনে তখন এলাকার সরকারী কলেজে ভর্তি হইতে গেলাম । কলেজে ঢোকা মাত্রই দেখলাম কয়েকজন ভাই আমাকে এসে বললেন , " ভাইয়া , তুমি কি এখানে ভর্তি হবে ?? তোমার কোন সমস্যা হলে আমাদের বলবে । আমরা তোমার সাথেই আছি । " আমার মেজাজ এমনিতেই খারাপ ছিল ।

আমি আর কিছু কই নাই । কিন্তু ভর্তি হওয়ার কয়েকদিন পরেই দেখি খাইছে আমারে । আমি কলেজে ঢুকি আর আমারে ৪-৫ জন জড়াইয়া ধইরা আদর শুরু করে !! একজন পিঠ ঢলে দেয় তো অন্যজন আমার মাথা হাতায় দেয় !! পিঠ ঢইল্যা আমার এমন অবস্থা করে যে পরের ১-২ ঘণ্টা আমার পুরা শরীর জ্বলতে থাকে । ইতিমধ্যে আমাকে উনাদের সেমিনারে যাওয়ার জন্য দুই-একবার দাওয়াতও দেওয়া হয় যার নাম চা-চক্র !! আমি আগে চা খাইতাম না তাই আমি যাই নাই !! যদি বার্গার খাওয়াইতো তাইলে যাইতাম !! কয়দিন পরে পরে দেখি বেটারা খালি আমারেই ধরে । আমি তো পুরা অতিষ্ঠ হইইয়া গেলাম রে !! এরমধ্যে আমারে আবার ছাত্র-ইউনিয়ন করতে আমার ক্লোজ ভাইয়েরা অনুরোধ করতেছে ।

মনে মনে খালি সৃষ্টিকর্তাকে ডাকি তখন হায়রে আমি কি ফান্দে পড়লাম !! দেশব্যাপি সেই বিখ্যাত সিরিজ বোমা হামলার পরে তাদের আর দেখলাম না !! আমি কোনদিন তাদের নামও জিগাই নাই । আহারে কি বাঁচাটা বাইছ্যা গেলাম রে ভাই !! আমার সেই জানের ভাইয়েরা এখন কই আছে আল্লাহ জানে । আমার অন্তত এখন গা জ্বলে না । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।