আমাদের কথা খুঁজে নিন

   

2011সালের ওয়ার্ল্ড প্রেস ফটো প্রতিযোগীতায় শ্রেষ্ঠ ছবি

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা স্প্যানিশ আলোকচিত্রী স্যামুয়েল আরানডা তোলা নীচের ছবিটি 2011সালের ওয়ার্ল্ড প্রেস ফটো প্রতিযোগীতায় শ্রেষ্ঠ ছবি হিসাবে নির্বাচিত হয়েছে। বোরখা পরিহিত এক মহিলা ইয়েমেনে একটি বিক্ষোভের পর তার আহত আত্মীয়কে জড়িয়ে ধরে আছে। ছবিটি নিউইয়র্ক টাইমসে ছাপানো হয়। ছবিটি সানার একটি মসজিদে অক্টো 15 তারিখে তোলা হয়। মসজিদটি ফিল্ড হসপিটাল হিসাবে ব্যবহার করা হয় প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ সরকারের বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত হওয়া বিক্ষোভকারীদের চিকিতসার জন্য।

ছবিটিতে দুজন মানুষের আবেগঘন চমতকার একটি মুহুর্তকে ফুটিয়ে তোলা হয়েছে, আহত পুরুষমানুষটিকে মহিলাটি জড়িয়ে ধরে আছে মমত্বের সাথে। ছবিটি আরো প্রমান করে ইয়েমেনের এই আন্দোলনে মহিলাদের অংশগ্রহন ছিল স্বতস্ফুর্ত এবং গূরুত্বপূর্ন। . দুজন মানুষের এই ছবিটি ছিল মানুষের সাহসের একটি মূর্ত প্রতিক, যা কিনা ছিলা আরব বসন্তের একটি গূরুত্বপূর্ন অধ্যায়। মহিলাটি পুরো শরীরটি আবৃত, হাতগুলোও রাবার গ্লোবে আবৃত। সে আকড়িয়ে ধরে আছে তার আত্বীয়কে, যে কিনা ব্যথায় কাতরাচ্ছে।

এই মূহুর্তটি একজন নারীর শুধু মমতাময়ী চেহারাটি ফুটিয়ে তোলেনি, একটি বিশেষ গূরুত্বপূর্ন মুহুর্তের প্রতিক হয়েও ফুটে উঠেছে। Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.