আমাদের কথা খুঁজে নিন

   

১ তালাক, ২ তালাক, ৩ তালাক

আমার নাম মন্জু, আমি সবাইকে আইনি সহায়তা দিতে চাই... আমি আমার স্বামীকে সংসারে বাজার করতে বলেছি। আমার সাথে আমার স্বামীর ঝগড়া হয়েছে। এতেই - আমাকে বলেছে , ১ তালাক, ২ তালাক , ৩ তালাক তবে বাইন তালাক বলেনি। এ কথা বলে সে এখন লাপাত্তা। সমাজ আমাকে কি সব বলছে।

আমাকে নাকি হিলা দিতে হবে। জানিনা আমার এখন কি হবে। এটাও জানিনা আমার কি দোষ। আমার এখন কি হবে? আমার একটি ছেলে আছে। আমার একটি জীবন আছে।

আমার বাড়ীতে আমার মা ছাড়া আর কেও নেই। আমাকে খাওয়ানোর মত আর কেও নেই। আমাকে সংসার করার একটা ব্যবস্থা করে দিন। আমার স্বামী ২ দিন হলো বাড়ীতে নাই। প্রতিবেশী আমাকে ঘৃনা করছে।

সবাই আমাকে ছি ছি করছে। আমার কাছে এসব বলতে বলতে মেয়েটি কাঁদতেছিল। আমি সোজা বলে দেই সংসার করার জন্য। গত কাল মেয়েটির স্বামীর সাথে আমার দেখা হয়। আমি বলে দেই, এসব কিছুনা আইনগত ভাবে এটা তালাক হয়নি।

আশা করি কাজ হয়েছে তবে দয়া করে কোন পুরুষ যাতে হঠাৎ করে এমন করে তালাক শব্দটি না বলে এমন সমস্যার উদ্ভব না ঘটায় সে জন্য আমার নিবেদন থাকবে। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।