আমাদের কথা খুঁজে নিন

   

কামরাঙ্গা, রসে এবং গুনে ভরা

বাতি ঘরের আলোয় সবাই আলোকিত হউক বাংলাদেশের এমন কেউ কে খুজে পাওয়া যাবে না যারা এই ফলটাকে চিনেন না। আসুন জেনে নেই এর উপকারীতা • এতে থাকে এলজিক এসিড যা খাদ্যনালির (অন্ত্রের) ক্যান্সার প্রতিরোধ করে। • এর পাতা ও কচি ফলের রসে রয়েছে ট্যানিন, যা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। • পাকা ফল রক্তক্ষরণ বন্ধ করে। • ফল ও পাতা গরম পানিতে সিদ্ধ করে পান করলে বমি বন্ধ হয়।

• কামরাঙ্গা ত্বক মসৃণ করে। • এর পাতা ও ডগার গুঁড়া খেলে জলবসন্ত ও বক্রকৃমি নিরাময় হয়। • কামরাঙ্গা পুড়িয়ে ভর্তা করে খেলে ঠাণ্ডাজনিত (সর্দিকাশি) সমস্যা সহজেই ভালো হয়ে যায়। • এর মূল বিষনাশক হিসেবে ব্যবহৃত হয়। • কামরাঙ্গা ভর্তা রুচি ও হজমশক্তি বাড়ায়।

• পেটের ব্যথায় কামরাঙ্গা খেলে উপকার পাওয়া যায়। • শুকানো কামরাঙ্গা জ্বরের জন্য খুবই উপকারী। • ২ গ্রাম পরিমাণ শুকনো কামরাঙ্গার গুঁড়া পানির সঙ্গে রোজ একবার করে খেলে অর্শ রোগে উপকার পাওয়া যায়। • কামরাঙ্গা শীতল ও টক। তাই ঘাম, কফ ও বাতনাশক হিসেবে কাজ করে।

সূত্র : Click This Link  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।