আমাদের কথা খুঁজে নিন

   

এটাচ বাথরুম – বিপাকে

মাঝে মাঝে আমরা এমন কিছু পরিস্থিতিতে পড়ি, যে সে থেকে আমাদের উদ্ধারের কোন পথ থাকে না। একদিন গিয়েছি ফ্রেন্ডের বাসায়। আঙ্কেলের সাথে কথা বলছি তাদের বেডরুমে, আন্টি বাথরুমে............... একটু পর শুরু হলো বজ্রপাত, থেমে থেমে, আবার ক্রমাগত। আঙ্কেল কিছু হয়নি এমন ভাবে টেলিভিশন দেখছেন। আমার ফ্রেন্ড আমার ধ্যান পরিবর্তনের আপ্রান চেষ্টা করে যাচ্ছে।

যখন একটু সফল হচ্ছে তখনই বজ্রপাতের আওয়াজে আমার মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে। সামনের টেবিলে হালকা কিছু নাস্তা দেয়া আছে, কেউ উঠে যেতে পাচ্ছিনা। কিংকর্তব্যবিমুর, যাই হোক অবশেষে ঝড় কমে আসলো, আমরা বৃষ্টির শব্দ পাচ্ছি। অবশেষে তাও কমে আসলো, আমি তখন “কখন বাড়ি যাব কখন বাড়ি যাব” এই চিন্তায় মশগুল। আন্টি আসলেন নির্বিকার।

আমি আর আমার ফ্রেন্ড কাঁচুমাচু। আইগুই করে কিছুক্ষন পর বের হয়ে আসলাম আমি আর আমার ফ্রেন্ড। এই ব্যাপারে আমরা কেউ কোন কথা বলিনি। সমাধানঃ এই অপকর্ম সারার সময়েই অনেক মুনী ঋষির জন্ম, তাই আমি এই সময় কাউকে বিব্রত করতে চাইনা, বা কেউ আমাকে বিব্রত করুক তা আমি চাইনা। তাই আমি ডাইভারসন তৈরী করি, বাথরুমে গিয়ে বালতির অপরে থাকা কলটা মাপ মত ছেড়ে দিন যাতে বালতি পূর্ণ হতে সময় লাগে আর আওয়াজ হয় যথেষ্ট।

বাইরে থেকে কেউ আপনার বাথরুমে ঝড়ের গতি প্রকৃতি বুঝতে পারবেনা। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.