আমাদের কথা খুঁজে নিন

   

আমার শহীদি ভাই !

জেগে জেগেই স্বপ্ন দেখি বা দেখার চেষ্টা করি কেননা ঘুম ভাঙ্গার সাথে সাথে যদি স্বপ্নও যদি ভেঙ্গে যায় বা ঘুমের ঘোরে দেখা স্বপ্ন যদি মনে না থাকে !!! তাহলে যে নিজেকে একেবারেই হারিয়ে ফেলব আর স্বপ্ন ও কোনদিন-ই বাস্তবে রুপ দিতে পারব না !!! -Tauhidul Islam তানিন কাঁদছি, আমি কাঁদছি... আমার ভাইয়ের লাগিয়া ! হায়রে, ছেড়ে যায়রে... শহীদি ঘুম পাড়িয়া ! যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে... মায়ের নাড়ির বাঁধন ! পাচ্ছে, সুঘ্রান পাচ্ছে... ঐ জান্নাতী বাগান ! খুশিতে, মহা খুশিতে... রয়েছে আমার ভাই ! কাঁদেরে, মা কাঁদেরে... তার লাগি সদাই ! ছাড়িয়ে, কষ্ট ছাড়িয়ে... যাচ্ছে আমার ভাই ! মাড়িয়ে, ফুল মাড়িয়ে... বেহেশ্তী আঙ্গিনা সদাই ! ভুলিব, কেমনে ভুলিব... তুই যে আমার ভাই ! আসিব, জান্নাতে আসিব... যদি তোর দেখা পাই ! জানি, এটাই জানি... ছাড়িয়ে সকল ক্লেশ ! মানি, আমি মানি... ধরব মোরা জান্নাতী বেশ ! উৎসর্গঃ ৫ ও ৬ মে, ২০১৩ এ শাহাদাত বরণকারী আমার সকল শহীদি ভাইকে । ____________________________________________________________ রচনাকালঃ ০৭.০৫.২০১৩ ইং

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।