আমাদের কথা খুঁজে নিন

   

আমার পড়া সর্বশ্রেষ্ঠ সীরাত

আমিও বাধ ভাংতে চাই... গল্পের বই পড়া যাদের নেশা তাদের একটা গুণ না থাকলে মনে হয় বই পড়াটা উপভোগ্য হয় না। সেটা হল তাড়াতাড়ি পড়া। আর সেই গুণটা আছে জন্য অনেক কম বয়সে অনেক বই পড়ে ফেলেছিলাম। সবাই বলতো বিয়ের পর সংসারের চাপে নাকি এই নেশা হাপিস হয়ে যায়। আমার ক্ষেত্রে আল্লাহ এত্তো নির্দয় হন নাই।

বরং উপযুক্ত পার্টনারের গুণে আরো বেড়েছে আর সবচে মজা হইল এখন আর নীলক্ষেতের ধূলিময় বই কেনার জন্য আম্মু বকা দিতে পারে না। যা হোক, আগে আম্মু যা বই কিনে দিত তার ৫০% থাকতো ইসলামী বই। ওইগুলা শেষ না করে গল্পের বই ধরা নিষেধ ছিলো। এজন্য গোগ্রাসে না গিলে উপায়ও ছিলো না। কিন্তু জীবনে প্রথম যে বইটাতে আটকে গিয়েছিলাম সেটার কথা আজকে বলবো।

বইটা একটি সীরাত গ্রন্থ। মানে রাসুল(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর জীবনী নিয়ে লেখা। নাম আর রাহীকুল মাখতূম। লেখক সফীউররহমান আল-মুবারকপূরী, অনুবাদকঃ খাদিজা আখতার রেজায়ী। বইটার যে দিকটার কারণে আমার সবচে ভালো লেগেছে তা হোল বর্ণনাভঙ্গী।

একদম মনে হয় গল্পের মত রাসুলের জীবনের অলিগলিতে হেঁটে বেড়াচ্ছি। চোখের সামনে দেখতে পাচ্ছি মক্কা আর মদীনার পথে পথে তিনি দাওয়াত দিচ্ছেন, হুদায়বিয়ার সন্ধির পরের মহা সঙ্কটময় অবস্থায় আয়েশার পরামর্শে মাথার চুল কেটে ফেলছেন, কিংবা অনেক প্রলোভনের মুখেও আছেন অটল- অবিচল। বইটার আকার খুব একটা ছোট না। কিন্তু বিশ্বাস করেন শুরু করে ফেললে টেরই পাবেন না কখন রাসুল(সা) এর মৃত্যূর বর্ণনায় চোখ ভেসে গেছে। ডাউনলোড লিঙ্ক ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।