আমাদের কথা খুঁজে নিন

   

গালিবাজরা সতর্ক হোন..

প্রকৃত আলোয় আলোকিত হউক সবার হৃদয়। কাবীসা ইবন 'উকবা (র)....... আব্দুল্লাহ ইবন 'আমর (রা) থেকে বর্ণিত, নবী করীম (সা.) বলেন: চারটি স্বভাব যার মধ্যে থাকে সে হবে খাঁটি মুনাফিক। যার মধ্যে এর কোন একটি স্বভাব থাকবে, তা পরিত্যাগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি স্বভাব থেকে যায়। ১. আমানত রাখা হলে খেয়ানত করে; ২. কথা বললে মিথ্যা বলে; ৩. চুক্তি করলে ভঙ্গ করে; এবং ৪. বিবাদে লিপ্ত হলে অশ্লীল গালি দেয়। শু'বা আ'মাশ (র) থেকে হাদীস বর্ণনায় সুফিয়ান (র) এর অনুসরণ করেছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।